আজকাল ওয়েবডেস্ক: হকিতে কোয়ার্টার ফাইনালে জিতলেও রবিবার অলিম্পিক বক্সিং থেকে ছিটকে গেল ভারত। এদিন মহিলাদের বক্সিংয়ে 75 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে চিনের লি কোয়ানের কাছে হেরে গেলেন লভলিনা বড়গোহাইন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এদিন ১-৪ স্কোরে কোয়ার্টার থেকেই ছিটকে গেলেন তিনি।






লভলিনাই এবারের অলিম্পিকে ইন্ডিয়ার বক্সিং ইভেন্টে শেষ ভরসা ছিলেন। শনি রাতে ছিটকে গিয়েছেন নিশান্ত। এদিন পারলেন না লভলিনাও। খেলার শুরু থেকেই দুই বক্সার ক্লিঞ্চের ভরসায় ছিলেন। নিজের ডিফেন্সকে শক্ত রেখে আক্রমণে যাচ্ছিলেন না কেউই। প্রথম সেটে 3-2 পয়েন্টে এগিয়ে যান লি কোয়ান। প্রথম রাউন্ডে লভলিনাকে আক্রমণে যেতেই দেখা যায়নি। পাঞ্চ এবং ডিফেন্সের কম্বিনেশনের জেরে পয়েন্ট পান লি। দ্বিতীয় রাউন্ডেও খেলা শুরু হয় একই ভাবে।







তবে এবার লিকে অনেকটাই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। লভলিনা এতটাই হোল্ড করে খেলছিলেন তা বিচারকদের নজরে আসে। দ্বিতীয় রাউন্ডে তিনি এক পয়েন্ট পান। অন্যদিকে, লি একের পর এক পাঞ্চ এবং ডিফেন্সের জেরে লিড বজায় রেখেছিলেন। তৃতীয় রাউন্ডে ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাকে গেলেও লিড নিতে পারেননি অসমিয়া বক্সার। ফলে, প্যারিসে কোয়ার্টার থেকেই ছিটকে যেতে হল তাঁকে।