আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের আইসিসি ব়্যাঙ্কিংয়ে চমক। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জোড়া অর্ধশতরান করা সত্ত্বেও একদিনের ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ে একধাপ নীচে নেমে গেলেন স্মৃতি মান্ধানা। মঙ্গলবার নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে তিন নম্বরে রয়েছেন ভারতীয় ওপেনার। স্মৃতির আগে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং চামারি আতাপাত্তু। স্মৃতির রেটিং পয়েন্ট ৭২০। তিনধাপ নীচে নেমে ১৩ নম্বরে হরমনপ্রীত কৌর। ব্যাটাররা ব়্যাঙ্কিংয়ে নামলেও এগোলেন দীপ্তি শর্মা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরম্যান্স ভারতীয় অলরাউন্ডারকে একধাপ এগিয়ে দিল। আইসিসি বোলারদের ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এলেন দীপ্তি। তাঁর রেটিং পয়েন্ট ৬৬৫। দুই ম্যাচে ৮ উইকেট নেন ভারতীয় অলরাউন্ডার। তারমধ্যে শেষ ম্যাচে ৩১ রানে ৬ উইকেট নেন। তার পুরস্কার পেলেন।
ব্যাটারদের তালিকায় ক্রমশ ব়্যাঙ্কিংয়ে এগোচ্ছেন জেমাইমা রডরিগেজ। তাঁর রেটিং পয়েন্ট ৫৩৭। চার ধাপ ওপরে উঠে ২২ নম্বরে ভারতীয় ব্যাটার। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ২৯ এবং ৫২ রান করেন। তাতেই ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয় জেমাইমার। ক্রমতালিকায় এগোলেন রিচা ঘোষও। সাত ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এলেন শিলিগুড়ির উইকেটকিপার ব্যাটার। বিগ হিটারের রেটিং পয়েন্ট ৪৪৮।
