আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রীড়া আদালত ভিনেশ ফোগাতের আবেদন খারিজ করার ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। স্বাধীনতা দিবসের দিন সন্ধেয় নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি বার্তা পোস্ট করেন ভারতীয় কুস্তিগির। এবার সেই পোস্টেই আবেগতাড়িত বার্তা মনিকা বাত্রার। ভারতীয় টেবিল টেনিস তারকা লেখেন, 'বোন, তুমি আমাদের সবার অনুপ্রেরণা। তোমার কুর্নিশ প্রাপ্য। তুমি ভারতের মণি। তোমার নিষ্ঠা এবং শক্তি আমাদের সকলের অনুপ্রেরণা। কীভাবে স্বপ্ন তাড়া করতে হয় সেটা তোমার থেকে শিখতে হবে। ভারত তোমার জন্য গর্বিত। তোমার এই যাত্রার সাক্ষী থাকতে পেরে আমরা ভাগ্যবান। এগিয়ে চলো। সবাইকে অনুপ্রেরণা জোগাও।' মনিকার এই বার্তায় পাল্টা কমেন্ট করেন কুস্তিতে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী। বজরং পুনিয়া বলেন, 'তোমার মতো মেয়ে যেন প্রত্যেক ঘরে জন্মায়। তুমি দেশের গর্ব।' 
বৃহস্পতিবার নিজের ম্যাটে শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেন ভিনেশ। মুখ দু'হাত দিয়ে ঢাকা। প্যারিস অলিম্পিকে ৫০ কেজি ফ্রিস্টাইলের প্রথম ম্যাচে জাপানের উই সুসাকিকে হারানোর পরের ছবি। সেদিন ম্যাটে শুয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই ছবির সঙ্গে বি প্রাকের 'রব্বা ভে' গানটি যোগ করেন ভিনেশ। এই গানটি একজনের দুর্ভাগ্য এবং হতাশার কাহিনী ব্যক্ত করে। অর্থাৎ, বোঝাই যাচ্ছে আবেদন খারিজ আরও একবার তাঁর মন ভেঙে দিয়েছে।
বৃহস্পতিবার নিজের ম্যাটে শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেন ভিনেশ। মুখ দু'হাত দিয়ে ঢাকা। প্যারিস অলিম্পিকে ৫০ কেজি ফ্রিস্টাইলের প্রথম ম্যাচে জাপানের উই সুসাকিকে হারানোর পরের ছবি। সেদিন ম্যাটে শুয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই ছবির সঙ্গে বি প্রাকের 'রব্বা ভে' গানটি যোগ করেন ভিনেশ। এই গানটি একজনের দুর্ভাগ্য এবং হতাশার কাহিনী ব্যক্ত করে। অর্থাৎ, বোঝাই যাচ্ছে আবেদন খারিজ আরও একবার তাঁর মন ভেঙে দিয়েছে।
