আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিক শেষ হওয়ার পর আচমকাই নীরজ চোপড়া এবং মানু ভাকেরের বিয়ে নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল নেটমাধ্যম। প্যারিসে সমাপ্তি অনুষ্ঠানের দিন দু'জনকে কথা বলতে দেখা যায়। তারপর মানুর মাকেও ঘনিষ্ঠভাবেই নীরজের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। তাতেই নেটমাধ্যমে গল্পের জাল বোনা শুরু হয়। পরে অবশ্য তারকা শুটারের বাবা জল্পনার অবসান ঘটান। জানিয়ে দেন, তাঁর মেয়ে ছোট। এখনও বিয়ের বয়স হয়নি। বিষয়টি থিতিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নীরজের উদ্দেশে বার্তা দিলেন মানু। এবার ব্রাসেলস ডায়মন্ড লিগে অল্পের জন্য একনম্বর স্থান হাতছাড়া হয় নীরজের। দ্বিতীয় স্থানে শেষ করে ২০২৪ মরশুম শেষ করেন। মাত্র এক সেন্টিমিটারের জন্য শীর্ষস্থান মিস করেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার।
রবিবার নীরজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। ভাঙা হাত নিয়েও কীভাবে ব্রাসেলস ডায়মন্ড লিগে অংশ নেন, সেই বিষয়ে জানান। বলেন, এই প্রতিযোগিতার প্রত্যাশিত রেজাল্ট না এলেও, এর থেকে শিক্ষা নেবেন তিনি। সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এবার নতুন মরশুমের প্রস্তুতি শুরু করবেন নীরজ। কিন্তু তার আগে অলিম্পিকে সাফল্য এবং একটা দারুণ বছরের জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানান মানু ভাকের। একইসঙ্গে দ্রুত আরোগ্য কামনা করেন। মানু লেখেন, 'দুর্দান্ত মরশুমের জন্য তোমাকে অভিনন্দন নীরজ চোপড়া। তোমার দ্রুত আরোগ্য কামনা করি। আশা করব আগামী বছরগুলোতে তুমি আরও সাফল্য পাবে।' প্রসঙ্গত, আগের সোমবার প্র্যাকটিসে হাতে চোট পান নীরজ। বাঁ হাতের হাড় ভেঙে যায়। দলের সাহায্যে কোনওক্রমে ডায়মন্ড লিগে অংশ নেন। এটাই এবছরের শেষ প্রতিযোগিতা। মরশুম ট্র্যাকেই শেষ করতে চেয়েছিলেন নীরজ। এবার সম্পূর্ণ ফিট হয়ে নতুন মরশুমে নামবেন। কিন্তু লক্ষ্য সেই একই থাকবে। ৯০ মিটার পেরোনো। যা এখনও অধরা।
