আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই জোড়া পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন মানু ভাকের। ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জেতার পর টিম ইভেন্টেও ব্রোঞ্জ পান। বিশ্বমঞ্চে ভারতের পতাকা একাই বয়ে নিয়ে যাচ্ছেন ২২ বছরের এই তরুণী। সাফল্যের চূড়ায় মানু। তবে তারই মধ্যে মাঠের বাইরে হঠাৎই বিপত্তি। তাঁর এই সাফল্যে ভাগ বসাতে শুরু করেছে বিভিন্ন ব্র্যান্ড। প্রশ্ন উঠতেই পারে কীভাবে? একাধিক সংস্থা মানুর ছবির সঙ্গে নিজেদের লোগো ব্যবহার করে তাঁকে অভিনন্দন জানাচ্ছে। যা বেআইনি। একটি রিপোর্ট অনুযায়ী, একাধিক ব্র্যান্ডকে আইনি নোটিস পাঠিয়েছে মানু ভাকেরের টিম। তাঁদের দাবি, মানুর সঙ্গে যাদের কোনও টাই আপ নেই, তাঁদের সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ব্যবহার করে অভিনন্দন বার্তা পোস্ট করার কোনও অধিকার নেই। 







আইওএস স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর নীরজ তোমার বলেন, 'দু'ডজনের বেশি ব্র্যান্ড যাদের সঙ্গে মানুর কোনও টাই আপ নেই, তাঁরা সোশ্যাল মিডিয়ায় মানুর ছবি ব্যবহার করে বিজ্ঞাপন পোস্ট করেছে। এইসব ব্র্যান্ডকে আইনি নোটিস পাঠানো হবে।' মানু ভাকের ছাড়াও এই ঘটনা বাকি ভারতীয় অ্যাথলিটদের সঙ্গেও ঘটছে। তাঁদের সঙ্গে কোনওভাবে যুক্ত না থাকা ব্র্যান্ডগুলো অ্যাথলিটদের ছবি ব্যবহার করছে। নিখাত জারিন, চিরাগ শেট্টি, সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির হয়ে প্রতিনিধিত্ব করে বেসলাইন ভেঞ্চার্স। তাঁদের মুখপাত্র জানান, 'যেসব ব্র্যান্ড তাঁদের অ্যাথলিটদের স্পনসর করে না, তাঁরা বিজ্ঞাপনে তাঁদের ছবি ব্যবহার করতে পারবে না। সেটা করা হলে, কড়া পদক্ষেপ নেওয়া হবে।' প্যারিস অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে জোড়া পদক জিতে ইতিহাসের পাতায় নাম লেখান মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতার পর সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। দেশের স্বাধীনতা পরবর্তী সময় যা রেকর্ড। ১২৪ বছর আগে নরম্যান প্রিটচার্ড নামক একজন দ্বৈত নাগরিক ২০০ মিটার স্প্রিন্ট এবং ২০০ মিটার হার্ডেলে রূপো জিতেছিলেন।