আজকাল ওয়েবডেস্ক: ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। কিন্তু এই পুরস্কারের জন্য বিবেচিতই হলেন না প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকের।
 
 কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে যে ক্রীড়াবিদদের নাম খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছে ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। তাঁর অধিনায়কত্বে প্যারিস অলিম্পিকে হকিতে ভারত ব্রোঞ্জ পেয়েছিল। এছাড়া মনোনীত করা হয়েছে প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের নাম। প্যারালিম্পিক্সে হাইজাম্পে সোনা পান প্রবীণ। কিন্তু ভাকের মনোনীত না হওয়ায় ভারতের ক্রীড়াজগৎ চমকে গেছে। যদিও ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভাকের নাকি এই পুরস্কারের জন্য আবেদনই করেননি। যদিও ভাকেরের পরিবার জানিয়েছে, তাদের তরফে আবেদন করা হয়েছিল।
 
 এক্ষেত্রে নিয়ম রয়েছে কোনও ক্রীড়াবিদ যদি পুরস্কারের জন্য আবেদন না করেন, সেক্ষেত্রে ওই ক্রীড়াবিদ যে খেলার সঙ্গে যুক্ত, সেই সংস্থাই আবেদন করে। কিন্তু ভাকেরের ক্ষেত্রে এরকম করা হয়নি। এর আগে মহম্মদ সামি যখন অর্জুন খেতাব পান, তখন তিনি আবেদন করেননি। আবেদন এসেছিল বিসিসিআইয়ের কাছ থেকে। 
 
 এদিকে কংগ্রেস সাংসদ বিজয় বসন্ত আবার সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছে আবেদন করেছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে খেলরত্ন দেওয়া হোক। 
 
 প্রসঙ্গত, ব্রিসবেন টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। টেস্ট শেষের পরদিনই তিনি দেশে ফিরে আসেন।
