আজকাল ওয়েবডেস্ক: 12 বছরের খরা কাটল। এক দশক পর অলিম্পিকে শুটিং ইভেন্টে পদক পেল ভারত। রবিবার 10 মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হলেন মনু যিনি অলিম্পিকে পদক জিতলেন।










কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু। এদিন প্রথম থেকেই পদকের দৌড়ে ছিলেন। প্রথম কয়েকটা রাউন্ডের পর প্রথম তিন থেকে একবারের জন্যও সরানো যায়নি তাঁকে। তাঁর সামনে ছিলেন দুই কোরিয়ান প্রতিযোগী। তিন প্রতিযোগীর মধ্যে পয়েন্টের তফাৎ ছিল একেবারেই সামান্য। দ্বিতীয় স্থানে থেকে রুপোর দৌড়ে ছিলেন মনু।













শেষ এলিমিনেশন রাউন্ডে 10.3 পয়েন্ট নেন হরিয়ানার শুটার। কিন্তু কোরিয়ান প্রতিযোগী 10.5 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন এবং তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ নিশ্চিত করেন মনু। এর আগের বার টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি। প্রতিযোগিতা চলাকালীন পিস্তল কাজ না করায় তিনি ছিটকে যান।












সেখান থেকে একসময় ভেবেছিলেন শুটিং ছেড়ে দেবেন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকে ঘুরে দাঁড়িয়ে প্যারিস অলিম্পিকে দেশের হয়ে প্রথম পদক আনলেন তিনি। 12 বছর আগে অলিম্পিকে শেষ শুটিংয়ে পদক এসেছিল ভারতের। মনু প্রথম মহিলা শুটার যিনি ভারতের হয়ে শুটিংয়ে পদক আনলেন।