আজকাল ওয়েবডেস্ক: ন্যাশনাল গেমসে দেরাদুনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এক অলিম্পিয়ান এবং এক বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট। কিন্তু প্রতিযোগিতার প্রথম থ্রো-এর আগে থেকেই নজর ছিল অন্য একজনের ওপর। তিনি শচীন যাদব। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড যারা অনুসরণ করেন তাঁরা জানেন, নীরজ চোপড়ার পর গত বছর ভারতে কেউ এত দূর জ্যাভেলিন ছুঁড়তে পারেননি, যতটা শচীন ছুঁড়তে পেরেছিলেন-৮২.৬৯ মিটার (ভারতীয় গ্র্যান্ড প্রি-তে)।

 

দিল্লি পুলিশ চ্যাম্পিয়নশিপে তিনি ৮৪.২১ মিটার থ্রো করেছিলেন, যদিও সেই রেকর্ড সরকারি ভাবে গণ্য হয়নি। জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেউ খেলা দেখতে গিয়ে থাকলে জানতে পারবেন কাঁধের শক্তি ও নিখুঁত ছোঁড়ার কৌশলে তাঁর জ্যাভলিন প্রায় ৯০ মিটার স্পর্শ করে গিয়েছিল। কিন্তু সামান্য পা ফসকে যাওয়ায় তা ফাউল হয়ে যায়। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা ও ১০৭ কেজি ওজনের শক্তিশালী শরীরী কাঠামোর জন্য শচীন যাদবের দিকে এমনিই নজর যেতে বাধ্য। তা আরও বেশি করে প্রমাণ হয়ে গেল।

 

ওয়ার্ম-আপ থ্রোতেই তিনি ৮৫ মিটারের সীমানা পেরিয়ে গিয়েছিলেন। প্রথম থ্রোতেই শচীন পিচ্ছিল ট্র্যাকে পা পিছলে পড়ে যান। থ্রো মাত্র ৬৫.৯৬ মিটারে সীমাবদ্ধ থাকলেও বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান তাঁর কোচ। কিন্তু এরপরও তিনি অন্যান্য প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে ছিলেন। পঞ্চম থ্রোতে তিনি ৮৪.৩৯ মিটার জ্যাভেলিন ছুঁড়ে নতুন ব্যক্তিগত সেরা ও গেমস রেকর্ড গড়েন।

 

ভারতে নীরজ চোপড়া ছাড়া আর কেউ এত দূর থ্রো করতে পারেননি! এবার প্রশ্ন উঠছে তবে কি শচীনই জ্যাভলিনে ভারতের পরবর্তী তারকা? পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে নীরজ চোপড়া ছাড়া ছ’জন ভারতীয় থ্রোয়ার ৮০ মিটারের বেশি থ্রো করেছেন, তবে শচীনকে নিয়ে প্রত্যাশা আলাদা। ভারতের পরবর্তী বড় তারকা হওয়ার সম্ভাবনা তাঁর মধ্যেই দেখছেন অনেকে।