আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দুই টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দল থেকে বাদ দেওয়া হয়েছে নাথান ম্যাকসুইনিকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন স্যাম কনস্টাস। সিরিজের মাঝপথে তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মাইকেল ক্লার্ক। জাতীয় নির্বাচকদের সমালোচনা করেন প্রাক্তন অধিনায়ক। ভারতের বিরুদ্ধে ছয় ইনিংসে ম্যাকসুইনির রান ১০, ০, ৩৯, ১০, ৯, ৪। তাসত্ত্বেও ক্লার্ক মনে করেন, তড়িঘড়ি এমন সিদ্ধান্ত না নিয়ে তরুণ ওপেনারের ওপর আস্থা রাখা উচিত ছিল অস্ট্রেলিয়ার। ক্লার্ক বলেন, 'বিশ্বাস করতে পারছি না নাথান ম্যাকসুইনিকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। ওপেনিংয়ে যাকেই বেছে নেওয়া হোক না কেন, পুরো সিরিজ তাঁকে সুযোগ দেওয়া উচিত ছিল। আমার মতে, নির্বাচকরা ভুল করেছে।'
বিশেষ করে মুখ্য নির্বাচক জর্জ বেইলির সমালোচনা করেন প্রাক্তন অজি অধিনায়ক। প্রথম তিন টেস্টে অনেক সিনিয়র প্লেয়ারও ব্যর্থ হয়েছে। সেখানে কোন যুক্তিতে ম্যাকসুইনিকে বাদ দেওয়া হল, প্রশ্ন তোলেন তিনি। ক্লার্ক বলেন, 'উসমান খোয়াজার ৩৮ বছর বয়স। ও কোনও রান করেনি। ও একজন সিনিয়র প্লেয়ার। মার্নাস লাবুশেন সিরিজ শুরু হওয়ার আগে থেকেই চাপে ছিল। মাত্র একটা বড় রান পেয়েছে। স্টিভ স্মিথ একটা শতরান করেছে। তবে ও চাপে আছে। ম্যাকসুইনিকে বাদ দিলে বাকিদের সবার বয়স ৩০ এর ওপরে। তারমধ্যে অনেকের ৩০ এর কোটার শেষের দিকে।' অস্ট্রেলিয়ার ওপেনিং নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় চিন্তিত ক্লার্ক। অবসরের সময় চলে আসছে খোয়াজার। তারপর কী হবে? এই প্রশ্ন ঘুরছে প্রাক্তন অধিনায়কের মাথায়। ক্লার্ক বলেন, 'পরের দুটো টেস্টের পর উসমান খোয়াজা অবসর নিলে কী হবে? তখন কি আবার ম্যাকসুইনিকে ডাকা হবে? নাকি আবার ওকে লাইনের পেছনে দাঁড়াতে হবে?' ম্যাকসুইনিকে বাদ দেওয়ার বিপক্ষে হলেও তরুণ কনস্টাসকে শুভেচ্ছা জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন নেতা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট।
