আজকাল ওয়েবডেস্ক: জয় দিয়ে ডুরান্ড কাপ শেষ করল মহমেডান স্পোর্টিং‌। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ভারতীয় নৌবাহিনীকে ১-০ গোলে হারাল সাদা কালো ব্রিগেড। ম্যাচের ২৪ মিনিটে জয়সূচক গোল করেন সুজিত সিং। একটি গোলই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। ম্যাচের সেরাও সুজিত। প্রথম দুই ম্যাচে একটি ড্র এবং হার মহমেডানকে প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে দিয়েছিল। এদিন ছিল সম্মানের লড়াই। জয় দিয়ে শেষ করতে চেয়েছিল সাদা কালো ব্রিগেড। সেই অনুযায়ী ম্যাচের শুরু থেকেই দাপট ছিল কলকাতার তৃতীয় প্রধানের। গোটা ম্যাচেই আধিপত্য ছিল তাঁদের। কিন্তু একাধিক সুযোগ নষ্টে গোল সংখ্যা বাড়েনি। প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে ছিল মহমেডান। দ্বিতীয়ার্ধেও দাপট ছিল সাদা কালো ব্রিগেডের। কিন্তু ব্যবধান বাড়েনি। তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ডুরান্ড অভিযান শেষ করল মহমেডান।