কৃশানু মজুমদার: রবসন রবিনহোকে নিয়ে জোর চর্চা এদেশের সোশ্যাল মিডিয়ায়। ক্লেটন সিলভার সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্কচ্ছেদ হওয়ার পরে শোনা যাচ্ছিল রবসনের পরবর্তী গন্তব্য হতে চলেছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। 

কিন্তু সূত্রের খবর যে বলছে অন্য কথা। সব ঠিকঠাক থাকলে রবসন রবিনহোকে দেখা যাবে ইস্টবেঙ্গলের পড়শি ক্লাবে। মোহনবাগানের সঙ্গে ব্রাজিলীয় ফুটবলারের কথাবার্তা চলছে। সূত্রের খবর, অনেকটাই পাকা হয়ে গিয়েছে কথাবার্তা। তাঁর আর্থিক চাহিদা মোহনবাগান মেনে নিলে সবুজ-মেরুন জার্সি পরেই এদেশের মাঠ দাপাবেন ব্রাজিলিয়ান তারকা। 

বসুন্ধরা কিংসের হয়ে রবসন বাংলাদেশ মাতিয়েছেন। খেলেছেন মোহনবাগানের বিরুদ্ধে। সবুজ-মেরুনের জালে বলও জড়িয়েছেন তিনি। বসুন্ধরা ছেড়ে রবসন এখন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্তার খেলোয়াড়। নেইমারের বিরুদ্ধে খেলেছেন তিনি। ফ্লুমিনেন্স থেকে বাংলাদেশে গিয়েছিলেন রবসন। আবার বাংলাদেশ থেকেই ব্রাজিলের ক্লাবে ফিরে গিয়েছেন। এবার সব ঠিক থাকলে রবসনের ঠিকানা বদলাচ্ছে। হোসে মোলিনার কোচিংয়ে মোহনবাগানে খেলতে দেখা যাবে তাঁকে। 

সদ্য আইএসএল শেষ হয়েছে। মোহনবাগান এখন সুপার কাপ খেলতে ব্যস্ত। নিস্তরঙ্গ দলবদলের বাজারে কিন্তু ঢেউ তুলতে শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। একসময়ে মোহনবাগানে হোসে রামিরেজ ব্যারেটো ম্যাজিক দেখিয়েছেন। সব ঠিকঠাক থাকলে ব্যারেটোর দেশের রবসন এবার বাগানে সাম্বা জাদু দেখাবেন।