আজকাল ওয়েবডেস্ক: তিনি ক্যাপ্টেন কুল। দেশের অধিনায়ক থাকার সময় যেভাবে ঠাণ্ডা মাথায় তিনি নেতৃত্ব দিতেন তা দেখেই ভক্তরা ডাকতেন এই নামে। এবার সেই নামকে ট্রেডমার্ক করার জন্য আবেদন ধোনির। গত ১৬ জুন সরকারিভাবে ট্রেডমার্ক রেজিস্ট্রি পোর্টালে আবেদনটি দেখা যাচ্ছে।
 
 এবার থেকে ‘ক্যাপ্টেন কুল’ আখ্যার স্বত্ব সমস্ত রকম ট্রেনিং বা কোচিংয়ের ক্ষেত্রে শুধু ধোনির নামেই থাকবে। ধোনির আইনজীবী মানসী আগরওয়াল বিষয়টি নিশ্চিতও করেছেন। 
 
 তবে ‘ক্যাপ্টেন কুল’ নামটিকে ট্রেডমার্ক করার কাজটি অতটাও সহজ ছিল না। যখন ধোনির পক্ষ থেকে প্রথম ট্রেডমার্কের জন্য আবেদন করা হয়, তখন টেডমার্ক আইনের ১১ (১) ধারায় আপত্তি উঠেছিল। এই একই ধরনের ট্রেডমার্ক যেহেতু ইতিমধ্যেই রেকর্ডে রয়েছে, তাই হয়তো বিভ্রান্তি তৈরি করতে পারে। কিন্তু ধোনির আইনজীবীর তরফ থেকেও বলা হয়, এই নামটি ধোনির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমর্থকরা ও সংবাদমাধ্যম বহুদিন ধরেই ধোনিকে এই নামে ডেকে এসেছে। ফলে এই নামটি এক অর্থে ধোনির পরিচিতির অংশ হয়ে গিয়েছে। তাছাড়া ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্কটি শুধুমাত্র খেলা ও বিনোদনের দুনিয়াতেই ব্যবহার হবে। যেহেতু এই ক্ষেত্রে নামটির স্বত্ব অন্য কোথাও নেই ফলে বিভ্রান্তির প্রশ্নই ওঠে না।
