আজকাল ওয়েবডেস্ক:‌ প্লে অফের লড়াই থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। জয় মাত্র তিনটি ম্যাচে। টুর্নামেন্টের মাঝপথে ধোনিকে অধিনায়ক করেও লাভ হয়নি। 


মঙ্গলবার চেন্নাইয়ের খেলা রাজস্থানের বিরুদ্ধে। দুই দলই ছিটকে গিয়েছে প্লে অফের লড়াই থেকে। এই ম্যাচের আগে বেড়েছে জল্পনা। ধোনি নাকি খেলতে নাও পারেন আগামী মরসুমে। রাজস্থান ম্যাচের আগে এই বিষয়ে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ‘‌আমি জানি না।’‌ 


এটা ঘটনা ২০২৫ মেগা নিলামের আগে ৪ কোটি টাকায় ধোনিকে রিটেন করেছিল চেন্নাই। সঙ্গে তিন বছরের চুক্তিও রয়েছে। কিন্তু ৪৩ বছরের ধোনিকে নিয়ে জল্পনা বেড়েছে। 


এটা ঘটনা চেন্নাই এবার আইপিএলের শুরু থেকেই চোটের কবলে ভুগেছে। অধিনায়ক রুতুরাজ সহ একাধিক ক্রিকেটার ছিটকে গিয়েছেন। ফ্লেমিং জানিয়েছেন, ‘‌বেশ কিছু তরুণ ক্রিকেটারকে এবার দলে নেওয়া হয়েছে। তার একটা প্রভাব থাকবে। দলটাকে নতুন করে তৈরি করা হচ্ছে। আয়ূষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, উর্বিল প্যাটেলরা আগামীদিনে দলকে টেনে নিয়ে যাবে এই আশা রাখি।’‌ এরপরই ফ্লেমিং বলেছেন, ‘‌আমি চাই সবসময় দলে তরুণ ও অভিজ্ঞতার ভারসাম্য থাকুক। আমি অভিজ্ঞতাকে সম্মান করি। অভিজ্ঞতাই টুর্নামেন্ট জিততে সাহায্য করে। আর এই ভারতে যথেষ্ট প্রতিভা রয়েছে।’‌