আজকাল ওয়েবডেস্ক: অডি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। প্যারিসে রুপো। এবার নীরজের সঙ্গে জুড়ল অডি ইন্ডিয়ার নাম। সংস্থার প্রধান বলবীর সিং ধিঁলো বলেছেন, ‘যাঁরা শ্রেষ্ঠ। তাঁদের সঙ্গেই থাকে অডি। নীরজ চোপড়া ঠিক তেমনই একজন। দৃঢ়প্রতিজ্ঞ। নীরজের সঙ্গে এই চুক্তি করতে পেরে আমরা খুশি।’
অলিম্পিকে সোনা জয়ের পর এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিলেন নীরজ। সম্প্রতি দোহায় ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে ৯০ মিটার স্পর্শ করেছিলেন।
অডির ব্র্যান্ড অ্যাম্বাসাডর নীরজ বলেছেন, ‘আমি বরাবরই এই ব্র্যান্ডের ভক্ত। জানি অনেক অ্যাথলিটেরই আদর্শ আমি। এই অডি পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নীরজ চোপড়া ক্লাসিক এর আয়োজন করেছিলেন তিনি। দেশ বিদেশের নামীদামী তারকারা যোগ দিয়েছিলেন। ছিলেন নীরজও। এবার আরও বড় মুকুট যোগ হল।
