আজকাল ওয়েবডেস্ক: তিনি দেশের সোনার ছেলে। অলিম্পিক বা বড় কোনও টুর্নামেন্টে  অ্যাথলেটিক্সে দেশের পতাকাবাহক তিনি। সেই নীরজ চোপড়া টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদ পেলেন। 

টোকিও অলিম্পিকে সোনা। প্যারিসে রুপো। জ্যাভলিনে নতুন করে 'বর্ষামঙ্গল' লিখছেন নীরজ।  

এহেন নীরজ চোপড়া আরও একবার শিরোনামে এলেন। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক অনুমোদিত সাপ্তাহিক  জার্নাল 'গেজেট অফ ইন্ডিয়া'-তে এই ঘোষণা করা হয়েছে। দেশের সোনার ছেলের নতুন এই সাম্মানিক চলতি বছরের ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। 

দিনকয়েক আগে অন্য কারণে খবর হয়েছিলেন নীরজ। ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় নীরজ চোপড়া ক্লাসিকের উদ্বোধনী সংস্করণ। 

 পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অ্যাথলিটদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।