আজকাল ওয়েবডেস্ক: জ্যাভলিন থেকে সোনা আসবে সেই আশা করেছিলেন গোটা দেশবাসী। কিন্তু সোনা না এলেও দেশকে রূপো উপহার দিলেন নীরজ চোপড়া। আর ফাইনালের শেষে নিজের চোট নিয়ে মুখ খুললেন তিনি। জানা গেল, উরুর পেশীতে চোট রয়েছে নীরজের। অস্ত্রোপচার না করলে এই চোট সারার নয়। শুধুমাত্র অলিম্পিকে খেলবেন বলেই এতদিন অস্ত্রোপচার করাননি ভারতের সোনার ছেলে। এবার অস্ত্রোপচার করবেন তিনি। সেই চোট নিয়েই 89.45 মিটার জ্যাভলিন ছুঁড়ে পদক নিশ্চিত করেছেন তিনি।



পুরোপুরি ফিট থাকলে হয়তো বাকি থ্রো গুলোতেও ভাল ফল করতে পারতেন তিনি। গত বছর এই চোট দেখা দেয় নীরজের। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জেতার পর চোট পান। তবে, তিনি অস্ত্রোপচারের ঝুঁকি নেননি। তাহলে তাঁকে প্যারিস অলিম্পিক থেকে নাম তুলে নিতে হত। নীরজ জানান, 'চিকিৎসক আমাকে অস্ত্রোপচারের করতে বলেছিলেন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এত সময় ছিল না কারণ অলিম্পিকের জন্য প্রস্তুত হতে অনেক সময় লাগে। তবে এবার অস্ত্রোপচার করাবেন বলেই জানিয়েছেন নীরজ। ফলে, বেশ কিছুদিন জ্যাভলিনে দেখা যাবে না তাঁকে।