আজকাল ওয়েবডেস্ক: নতুন বছর থেকে নিজের ট্রেনিংয়ের ধরন বদলে ফেলছেন নীরজ চোপড়া। আর সারা বছর ধরে কোচ জ্যান জেলেজনির কাছে ট্রেনিং করবেন না তারকা জ্যাভলিন থ্রোয়ার। শুধুমাত্র প্রয়োজনে তাঁর পরামর্শ নেবেন। মঙ্গলবার এমনই জানান ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের বিদায়ী সভাপতি আদিল সুমারিওয়াল্লা। ২০২৪ সালের নভেম্বরে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্বরেকর্ড জয়ী জেলেজনিকে কোচ হিসেবে নিযুক্ত করেন নীরজ। আধুনিক যুগের সেরা জ্যাভলিন থ্রোয়ার মানা হয় তাঁকে। তিনবার অলিম্পিকে সোনা জেতেন চেক তারকা। দীর্ঘ কেরিয়ারে তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপও জেতেন। কিন্তু এবার বছরের বেশিরভাগ সময় কোচ ছাড়াই কাটাবেন নীরজ।
ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের বার্ষিক সাধারণ সভার প্রথমদিন বিদায়ী সভাপতি আদিল সুমারিওয়াল্লা বলেন, 'কোচিংয়ের অনেকগুলো ভাগ আছে। স্ট্রেন্থ কন্ডিশনিং, টেকনিক এবং বায়োমেকানিক্স। সাধারণত একজন কোচ সবটা দেখে না। বাকিদের থেকেও সাহায্য নেওয়া হয়। এখন কোনও কোচই ৩৬৫ দিন একজন অ্যাথলিটের সঙ্গে যুক্ত থাকে না। নীরজের সঙ্গে সারা বছর না থাকলেও প্রয়োজন পড়লে জেলেজনি আসবে। এইভাবেই গোটা বিশ্ব চলছে। ও এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, বিভিন্ন সেগমেন্টে সাহায্য দরকার। সব বিভাগে আলাদা সাহায্য দরকার। সব ইভেন্টের ভবিষ্যৎ এটা।' বর্তমানে দক্ষিণ আফ্রিকায় একাই প্রস্তুতি সারছেন নীরজ। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের বিদায়ী সভাপতি জানান, জেলেজনিকে নেওয়ার আগে একাধিক কোচের সঙ্গে কথা বলেন নীরজ। তারপর তাঁকে বাছেন। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে সোনা জিতলেও প্যারিসে রুপোতেই আটকে যান ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। আরশাদ নাদিমের কাছে হার স্বীকার করেন নীরজ।
