আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। সোমবার রাতে এক বিস্ফোরক সিদ্ধান্তে তিন ফরম্যাট থেকেই অবসর ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটকিপার-ব্যাটার। দক্ষিণ আফ্রিকার তারকা হেনরিক ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কয়েক দিন পরেই বড় ঘোষণা করলেন পুরান। পুরান জানিয়েছেন, তিনি ভবিষ্যতে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোযোগ দিতে চান। কী কারণে তিনি অবসর ঘোষণা করলেন সেটা স্পষ্ট করে জানাননি তিনি।
তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কোনওরকম সংঘাত রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সদ্য শেষ হওয়া আইপিএলে বিস্ফোরক ফর্মে দেখা গিয়েছিল পুরানকে। একা হাতে মাঠের বাইরে পাঠিয়েছেন বোলারদের। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না তাঁকে। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে।
ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে পুরান লিখেছেন, ‘অনেক ভাবনা-চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আনন্দ, অনেক স্মৃতি এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার সুযোগ। সেই গায়ে কাঁটা দেওয়া অনুভূতি যখন জাতীয় সঙ্গীতের সময় মাঠে দাঁড়িয়ে থাকতাম... তা ভাষায় প্রকাশ করা কঠিন। দলের অধিনায়ক হওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় গর্বের একটি’।
