আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের শুরুতে চোটের জন্য উইকেটকিপিং করতে পারেননি সঞ্জু স্যামসন। খেলছিলেন শুধুমাত্র ব্যাটার বা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। অধিনায়ক করা হয়েছিল রিয়ান পরাগকে। অথচ দলে নীতীশ রানার মতো ক্রিকেটার রয়েছেন। আইপিএলে কেকেআরকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। 


নীতীশ রানার নামও উঠেছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট পরাগকেই অধিনায়ক বেছে নেয়। তবে এই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক তা জানিয়েছেন রানা স্বয়ং। 
তাঁর কথায়, ‘‌আমি ছয় সাত বছর কলকাতায় খেলার পর অধিনায়ক হই। তাই দলের পরিবেশ ও সংস্কৃতি ভাল বুঝতাম। আর রাজস্থানে সদ্য এসেছি। পরাগ আরও অনেকদিন আছে। তাই দলের সম্পর্কে আমার থেকে ওর ধারনা বেশি। তাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত একেবারে সঠিক।’‌ রানা আরও বলেছেন, ‘‌যদি আমাকে দায়িত্ব দেওয়া হত তাহলে সম্মানিত বোধ করতাম। কিন্তু দলের জন্য যেটা সঠিক সেটাই করা হয়েছে। তাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সম্মান জানাই।’‌


রাজস্থানে শুরুতে রান পাচ্ছিলেন না নীতীশ। কিন্তু চেন্নাই ম্যাচে দুরন্ত ৮১ করেন। নীতীশের কথায়, ‘‌পরিস্থিতি বুঝে খেলতে হয়। আইপিলের মতো টুর্নামেন্টে বাঁহাতি–ডানহাতি কম্বিনেশনটা খুব দরকার। শুরুর কয়েকটা ম্যাচে ব্যাট করার অত সুযোগও পাইনি। হাতে বল ছিল না। তাছাড়া দল আমার থেকে যা চায়, সেটা ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। বেশ কয়েকটা ম্যাচে নীচের দিকে ব্যাট করেছিলাম। কিন্তু চেন্নাই ম্যাচে আমাকে তিনে নামানো হয়। ওই ম্যাচে রান পেয়েছি। দল যেভাবে বলবে সেভাবেই খেলব। আমার কোনও সমস্যা নেই।’‌