আজকাল ওয়েবডেস্ক: নীতীশ কুমার রেড্ডির থেকে এগিয়ে শার্দুল ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে সেই শার্দুলকেই দেখতে চান হরভজন সিং।
শার্দুল সিম বোলিং করেন। সেই সঙ্গে তাঁর ব্যাটের হাতও ভাল। টেস্টের আগে শার্দুল ঠাকুর অপরাজিত সেঞ্চুরি করেছেন।
আর তার পরে হরভজন মনে করেন শুভমান গিলের নেতৃত্বাধীন দলে নীতীশ কুমার রেড্ডির পরিবর্তে শার্দুল ঠাকুরকেই খেলানো উচিত।
ভাজ্জির যুক্তি, ভারতের এমন একজন ক্রিকেটার দরকার যিনি বলের পাশাপাশি ব্যাটও করতে পারেন। হরভজন বলছেন, ''ভারতের এমন একজন বোলারকে দরকার যে ব্যাটও করতে পারে। সাত নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে ভারতের। আট নম্বরের জন্য দেখতে হবে এমন একজনকে যে উইকেট নিতে পারবে, সেই সঙ্গে ব্যাটটাও করে দিতে পারবে। এক্ষেত্রে নীতীশ রেড্ডির থেকে এগিয়ে রয়েছে শার্দুল। আমার মতে নীতীশ একজন ব্যাটসম্যান, বলও করতে পারে। কিন্তু আইপিএলে নীতীশকে বেশি বল করতে দেখিনি। গৌতম রয়েছে। যথেষ্ট দক্ষ কোচ। আমি নিশ্চিত ও সঠিক সিদ্ধান্ত নেবে।''
এদিকে সরফরাজ খানের জায়গা হয়নি স্কোয়াডে। তাঁকে হতাশ হতে না করছেন ভাজ্জি। করুণ নায়ারের উদাহরণ তুলে ধরে প্রাক্তন ভারতীয় অফস্পিনার এগিয়ে যেতে বলছেন সরফরাজকে।
ট্রিপল সেঞ্চুরি করেও ভারতীয় দল থেকে দীর্ঘ সময় ছিটকে যেতে হয়েছিল করুণ নায়ারকে। আট বছর পরে সেই করুণ নায়ার ফিরে এসেছেন ভারতের টেস্ট দলে।
