আজকাল ওয়েবডেস্ক: বর্তমান বনাম ভবিষ্যতের লড়াই ছিল। সেই লড়াইয়ে জিতলেন বৃদ্ধ সিংহ নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকার ৪–৬, ৬–৪, ৬–৩, ৬–৪-এ আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন।
সেমিফাইনালে সার্বিয়ান তারকার সামনে জভেরভ। আলকারাজ।
আলকারাজের কাছে প্রথম সেট হারান জকোভিচ। প্রথম সেট তখনও শেষ হয়নি। ৫–৪-এ পিছিয়ে জকোভিচ। সেই সময়ে মেডিক্যাল টাইম আউট নেন তিনি। ফিরে আসেন দারণ ভাবে। জোকার ও আলকারাজের লড়াই চলে ৩ ঘণ্টা ৩৭ মিনিট। সেই লড়াই শেষে জোকার হাসেন।
জকোভিচ ২৫ নম্বর গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নেমেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। এবার নিয়ে ১২বার শেষ চারে উঠলেন তিনি। সব মিলিয়ে ৫০-বার সেমিফাইনালে। শুক্রবার সেমিফাইনালে নামছেন জকোভিচ।
এদিন আলকারাজকে হারানোর পরে রসিকতা করে সার্বিয়ান তারকাকে বলতে শোনা গিয়েছে, ''আমার বাচ্চারা এখানে রয়েছে। তোমরা ঘুমোবে কখন? রাত একটা বাজে।'' জকোভিচ আসলে সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের কথাই বলতে চাইলেন। কিন্তু তাঁর চোট কতটা গুরুতর? সার্বিয়ান তারকা এ নিয়ে বিশেষ কিছু বলেননি। তাঁর ভক্তরা তাকিয়ে জোকারের দিকে। আরও একটা খেতাব জিততে পারেন কিনা সার্বিয়ান তারকা, সেটাই দেখতে চান ভক্তরা।
