আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকে সোনা জেতাটা বাকি ছিল। 2024 সালের।প্যারিস অলিম্পিকে সেই লক্ষ্যটাও পূরণ করে নিলেন নোভাক জকোভিচ। আর হল তো হল, বোনাস হিসেবে এল উইম্বলডন ফাইনালের বদলা। কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথমবার অলিম্পিকে সোনা জিতলেন জকোভিচ। লন টেনিসের ফাইনালে সার্বিয়ার খেলোয়াড় জিতেছেন ৭-৬, ৭-৬ গেমে। দু’টি সেটই গড়িয়েছে টাইব্রেকারে।
জয়ের পর জকোভিচ বলেন, 'প্রায় তিন ঘণ্টা ধরে ম্যাচ চলেছি। শেষ শটের আগে একমাত্র নিশ্চিত হয়েছিলাম আমি ম্যাচটা জিততে পারি। শেষ পর্যন্ত সোনা জিতলাম।' অলিম্পিকে টেনিসের ফাইনাল হয়েছে ফাইনালের মতই। দুই খেলোয়াড়ই নিজের সেরাটা দিয়েছেন। হাঁটুর চোট নিয়েও নিজের 100% দিয়ে গেছেন নোভাক। একবার আলকারাজ এগিয়েছেন তো একবার এগিয়েছেন নোভাক। উইম্বলডন ফাইনালে স্ট্রেট সেটে হারতে হয়েছিল। এবার প্রথম সেটই গড়ায় 94 মিনিট। জকোভিচ পাঁচটি ব্রেক পয়েন্ট এবং আলকারাজ আটটি ব্রেক পয়েন্ট পেলেও তা কাজে লাগেনি কারোর।
৩-৩ অবস্থায় প্রথম সেট টাইব্রেকারে গেলে টানা চার পয়েন্ট পেয়ে সেট জিতে নেন জোকার। দ্বিতীয় সেটও টাইব্রেকারে গড়ায়। ২-২ থেকে টাইব্রেকারে 6-2 পয়েন্টে জিতে যান জোকার। সোনা জিতে কান্না চেপে রাখতে পারেননি। ব্যাট ফেলে দিয়ে হাঁটু মুড়ে বসে কাঁদতে শুরু করেন। ছুটে যান পরিবারের কাছে। মেয়েকে কোলে নিয়ে আবার কাঁদতে থাকেন। জকোভিচকে সম্মান জানান আলকারাজও। এই জয়ের পর গোল্ডেন স্ল্যাম জেতা পঞ্চম খেলোয়াড় হলেন জোকার। এর আগে গোল্ডেন স্ল্যাম জিতেছেন স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার।
জয়ের পর জকোভিচ বলেন, 'প্রায় তিন ঘণ্টা ধরে ম্যাচ চলেছি। শেষ শটের আগে একমাত্র নিশ্চিত হয়েছিলাম আমি ম্যাচটা জিততে পারি। শেষ পর্যন্ত সোনা জিতলাম।' অলিম্পিকে টেনিসের ফাইনাল হয়েছে ফাইনালের মতই। দুই খেলোয়াড়ই নিজের সেরাটা দিয়েছেন। হাঁটুর চোট নিয়েও নিজের 100% দিয়ে গেছেন নোভাক। একবার আলকারাজ এগিয়েছেন তো একবার এগিয়েছেন নোভাক। উইম্বলডন ফাইনালে স্ট্রেট সেটে হারতে হয়েছিল। এবার প্রথম সেটই গড়ায় 94 মিনিট। জকোভিচ পাঁচটি ব্রেক পয়েন্ট এবং আলকারাজ আটটি ব্রেক পয়েন্ট পেলেও তা কাজে লাগেনি কারোর।
৩-৩ অবস্থায় প্রথম সেট টাইব্রেকারে গেলে টানা চার পয়েন্ট পেয়ে সেট জিতে নেন জোকার। দ্বিতীয় সেটও টাইব্রেকারে গড়ায়। ২-২ থেকে টাইব্রেকারে 6-2 পয়েন্টে জিতে যান জোকার। সোনা জিতে কান্না চেপে রাখতে পারেননি। ব্যাট ফেলে দিয়ে হাঁটু মুড়ে বসে কাঁদতে শুরু করেন। ছুটে যান পরিবারের কাছে। মেয়েকে কোলে নিয়ে আবার কাঁদতে থাকেন। জকোভিচকে সম্মান জানান আলকারাজও। এই জয়ের পর গোল্ডেন স্ল্যাম জেতা পঞ্চম খেলোয়াড় হলেন জোকার। এর আগে গোল্ডেন স্ল্যাম জিতেছেন স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার।
