আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে তিন-তিনবার মুখোমুখি হয়েছে পাকিস্তান। আর তিনটি সাক্ষাতেই হার মানতে হয় সলমন আলি আঘার দলকে। এশিয়া কাপে পাকিস্তানের এই বিপর্যয়ের পরে তাদের নেতৃত্বেও পালাবদল ঘটতে চলেছে।

টি-টোয়েন্টি দলে ফিরতে চলেছেন শাদাব খান। সংক্ষিপ্ত ফরম্যাটে তিনিই দলের নেতা। চলতি বছরের গোড়ার দিকে ইংল্যান্ডে কাঁধের চোট পেয়েছিলেন শাদাব খান। শাদাব খান অভিজ্ঞ স্পিনার। ৭০টি ওয়ানডে ও ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জুন মাসের গোড়ার দিকে শেষ বার বাংলাদেশের বিরুদ্ধে খেলেছেন শাদাব খান। তাঁর প্রত্যাবর্তন কিন্তু তাৎপর্যপূর্ণ। টি-টোয়েন্টি দলের নেতা হবেন তিনি। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় পদাপর্ণ করতেই বিরাট-রোহিতের কাছে অটোগ্রাফের আবেদন পাকিস্তানি ভক্তের, দুই তারকার আচরণে মুহূর্তে স্তব্ধ নেটপাড়া

 নাটকের পর নাটক! এশিয়া কাপ জুড়ে বিতর্ক আর বিতর্ক। খেলাতে বিতর্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই ঘটেছিলভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে নকভির হাত থেকে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক।

টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নকভি চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে হোটেলে রুমে পালিয়ে যান। আর তাঁর এহেন আচরণে প্রচণ্ড চটেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া। তাঁর এই আচরণকে অখেলোয়াড়োচিত বলে উল্লেখ করেন সইকিয়া

তিনি বলেছেন, ''এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে আমরা অস্বীকার করেছিলাম। কারণ তিনি পাকিস্তানের একজন সিনিয়র মন্ত্রীও। এটাই আমাদের সিদ্ধান্ত ছিল।"

এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সলমন আলি সরে যাচ্ছেন টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে। শাদাব খান দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। পিসিবি-র ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, নভেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাদাব খানের। শ্রীলঙ্কা সিরিজের আগে কোয়াদ-এ-আজম ট্রফিতে খেলার পরিকল্পনা করছেন শাদাব। 

আরও পড়ুন: সুপার কাপ থেকে নাম প্রত্যাহার রিয়াল কাশ্মীরের, মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে খেলছে ডেম্পো...