আজকাল ওয়েবডেস্ক: তিনি বলেছিলেন, ''মনে হয় না কনস্ট্যানটাইন আমার থেকে বড় কোচ।'' তাঁকে অহঙ্কারী লেগেছিল সেদিন। ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কোচ করে এনেছিলেন ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে। সেই সময়ে পর্তুগিজ কোচ জর্জে কোস্তা উপরের কথাগুলো বলেছিলেন। 

লুইস ফিগোর সঙ্গে খেলেছেন। পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। এহেন জর্জে কোস্তার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তাও হয়েছিল। কথা বলার পরে পর্তুগিজ কোচ বলেছিলেন, ''আমার তরফ থেকে আমি আত্মবিশ্বাসী। এখন ইস্টবেঙ্গলের কোর্টে বল।'' শেষ পর্যন্ত তিনি আর লাল-হলুদের কোচ হননি। সেই জর্জে কোস্তা এদিন চলে গেলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। সেবার কনস্ট্যানটাইনের কোচিংয়ে ইস্টবেঙ্গল ভাল ফলাফল করেনি আইএসএলে। যদিও দায়িত্ব নিয়ে আসার পরই ব্রিটিশ কোচ বলেছিলেন, ''আমি বলছি না, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে দেবো। তবে ইস্টবেঙ্গলকে সবাই ভয় পাবে, সেটা বলে দিতে পারি।'' কনস্ট্যানটাইনের কথা ফলেনি। শেষের দিকে তিনি দলগঠন প্রক্রিয়ার সমালোচনা করতেন। বলতেন, ''শেষবেলায় বাজার করতে নামলে যা হয়, তাই হচ্ছে।'' ভারতীয় ফুটবল সম্পর্কে ভাল ধারণা ছিল জর্জে কোস্তার। 

Why Equatorial Guinea appointed Jorge Costa as coach

আরও পড়ুন: কেন রোনাল্ডোর সেলিব্রেশন নকল করেন সিরাজ? খোলসা করলেন গুজরাট টাইটান্সের সতীর্থ ...

ইউরো কাপ, চ্যাম্পিয়ন্স লিগ-সহ মোট ২৪টি শীর্ষ পর্যায়ের খেতাবের মালিক তিনি। তাঁর কোচিং প্রোফাইলও বেশ নজরকাডা় ছিল। আইএসএলে মুম্বই সিটির কোচ ছিলেন তিনি। একবার মুম্বইকে প্লে অফে পৌঁছেও দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক ক্লাবে তিনি কোচিংও করিয়েছেন। তাঁর ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল এফসি পোর্তো-তে। শেষটাও হল সেই ক্লাবেই। এফসি পোর্তোর ডিরেক্টর অফ ফুটবল ছিলেন  ৫৩ বছর বয়সী জর্জে কোস্তা। 

 

?ref_src=twsrc%5Etfw">August 5, 2025


পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত খেলেছিলেন তিনি। ৫০টি ম্যাচ খেলেছিলেন তিনি। তখন পর্তুগিজ ফুটবলে লুইস ফিগোর দাপট। জাতীয় দলের জার্সিতে ২টি গোল ছিল তাঁর। ২০০২  বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বিদায়ের পরে অবসর নিয়ে নেন জর্জে কোস্তা। দিন কয়েক আগে পর্তুগিজ ফুটবলার দিয়েগো জটা পথ দুর্ঘটনায় মারা যান। তাঁর শোকে মূহ্যমান বিশ্ব ফুটবল। সেই শোক এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি পর্তুগাল ফুটবলের পক্ষে। এর মধ্যেই খবর এল জর্জ কোস্তার। তাঁর প্রয়াণ বড় ধাক্কা পর্তুগিজ ফুটবলে। শোকের ছায়া রোনাল্ডোর দেশের ফুটবলেও। কোস্তার চলে যাওয়ার খবরে শোকস্তব্ধ মুম্বই সিটিও। তাদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন কোচের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। মুম্বই সিটি লিখেছে, ''আমাদের প্রাক্তন কোচের প্রয়াণে আমরা শোকস্তব্ধ। একজন লিডার, একজন যোদ্ধা এবং মুম্বই সিটি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জর্জে। ২০১৮ এবং ২০২০ সালে আমাদের কোচ ছিলেন জর্জে কোস্তা।''

আরও পড়ুন: স্মরণীয় ওভাল জয়ের পরও কোনও সেলিব্রেশন নেই ভারতীয় শিবিরে, কী জানাল বোর্ডের সূত্র?