আজকাল ওয়েবডেস্ক: পরেরবারও আইপিএল ও পিএসএল একসঙ্গেই শুরু হতে পারে। এবার যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সুপার লিগ দেরিতে শুরু হয়েছিল। ঠিক তখনই ভারতে শুরু হয়ে যায় আইপিএল। আবার ভারত–পাক সংঘাতের আবহে স্থগিত হওয়ার পরেই দুই টুর্নামেন্ট দুই দেশে প্রায় একসঙ্গেই শুরু হয়েছিল।
 
 এবার শোনা যাচ্ছে, আগামী বছরও আইপিএল ও পিএসএল একসঙ্গে শুরু হতে পারে। এতদিন কিন্তু তা হয়নি। পিএসএল শেষ হওয়ার পর শুরু হত আইপিএল।
 
 সূত্রের খবর, এই ডিসেম্বরেই শুরু হয়ে যেতে পারে পিএসএল। কিন্তু সেই সম্ভাবনা আর নেই। কারণ আন্তর্জাতিক সূচি রয়েছে। তার উপর আবার ডিসেম্বর–জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘরোয়া পেন্টানগুলার কাপ আয়োজন করতে পারে।
 
 তাই আগামি বছরের পিএসএল কখন শুরু হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি পিসিবি। এদিকে, আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে পাকিস্তান। তারপর রয়েছে টি২০ বিশ্বকাপ। যা চলবে মার্চ অবধি। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া আবার যাবে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। আবার মার্চের শেষে পাকিস্তান যাবে বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। তারপর আবার এপ্রিল–মে মাসে ঘরের মাঠে জিম্বাবোয়ে সিরিজ। যা শোনা যাচ্ছে ওই সিরিজ পরেও হতে পারে। ওই টাইম জোনে হতে পারে পিএসএল। এর অর্থ আগামী এপ্রিল–মে মাসে হতে পারে পিএসএল। ওই সময়েই আবার ভারতে হবে আইপিএল।
