আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘন্টাও হয়নি অলিম্পিকে হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নেন। তারমধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন পিভি সিন্ধু। খেলা ছাড়ার কোনও পরিকল্পনাই নেই। তবে একটা সাময়িক বিরতি নিতে চান। তারপর আবার ফিরতে চান কোর্টে। শুক্রবার সমাজমধ্যমে আবেগে মাখানো একটি লম্বা বার্তা পোস্ট করেন অলিম্পিকে দু'বারের পদকজয়ী। সিন্ধু লেখেন, 'প্যারিস ২০২৪: সুন্দর যাত্রা। কিন্তু কঠিন হার। পেশাদার জীবনের অন্যতম কঠিন হার। এটা মেনে নিতে কিছুটা সময় লাগবে। কিন্তু জীবন এগিয়ে যাবে। জানি কোনও একদিন এই হার গ্রহণ করে নিতে পারব। প্যারিসে আমাকে লড়াই করতে হয়েছে। গত দু'বছর চোটে ভুগছি। অনেকটা সময় খেলার বাইরে থাকতে হয়েছে। এই সমস্যা কাটিয়ে দেশের হয়ে অলিম্পিকে তিনবার প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।' 

প্রথম দুই ম্যাচে জয়ের পর শেষ ষোলোয় থমকে যান সিন্ধু। আগের দিনের সেই প্রত্যয় তাঁর খেলায় ছিল না। শরীরীভাষাও নেতিবাচক ছিল। শুরু থেকেই দেখে মনে হয়েছিল, আত্মবিশ্বাসে ঘাটতি আছে। তারমধ্যেও প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। গেমটা জিতে গেলে হয়তো রেজাল্ট অন্যতম হত। সেটা ম্যাচের পর স্বীকার করে নেন সিন্ধু। স্বাভাবিকভাবেই ছিটকে যাওয়ায় হতাশ। তবে জানিয়ে দিলেন, এখনই খেলা ছাড়ার ভাবনা তাঁর নেই। সিন্ধু বলেন, 'আমার ভবিষ্যৎ নিয়ে একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, আমি এগিয়ে যাব। তবে তার আগে একটা বিরতি নেব। শারীরিকের থেকেও আমার মানসিকভাবে একটা বিশ্রাম দরকার। তারপর পরবর্তী পরিকল্পনা ঠিক করব। আমি ব্যাডমিন্টনকে ভালবাসি। তাই আরও বেশিদিন খেলাটাকে উপভোগ করতে চাই।' এই প্রথম অলিম্পিক থেকে খালি হাতে ফিরছেন সিন্ধু। গ্রুপ পর্বে ভাল খেললেও প্রি কোয়ার্টার ফাইনালে হি বিংযাওয়ের কাছে স্ট্রেট সেটে হারেন।