আজকাল ওয়েবডেস্ক: তিন বছর আগে টোকিও অলিম্পিকে পিস্তলের ত্রুটির জন্য কোয়ালিফাই করতে পারেননি। প্যারিস অলিম্পিকে ইতিহাসের পাতায় মনু ভাকের। ভারতের হয়ে এবার পদকের খাতা খুলেছেন। জীবনের প্রথম অলিম্পিকে বিপর্যয়ের বিভীষিকা ভুলে সাফল্যের সরণিতে ফেরার জন্য তাঁকে অভিনন্দন জানান রাহুল দ্রাবিড়। ২২ বছরের তনয়া ১২ বছরের খরা কাটান। এক দশক পর শুটিং থেকে পদক পেল ভারত। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতেন মনু। তাঁর এই প্রাপ্তিতে খুশি রাহুল দ্রাবিড়। ভাকেরের ভূয়সী প্রশংসা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ। রাহুল দ্রাবিড় বলেন, 'মনুর গল্প অবিশ্বাস্য। টোকিও অলিম্পিকের ব্যর্থতা কাটিয়ে প্যারিসে এসে ব্রোঞ্জ জেতা দারুণ প্রাপ্তি। এই দিনটা ভারতের ক্রীড়াক্ষেত্রে বিশেষ হয়ে থাকবে। এইধরনের সাফল্যে দীর্ঘ বছরের আত্মত্যাগ থাকে। একইসঙ্গে প্রচুর কঠোর পরিশ্রম এবং অধ্যবসা দরকার। আমরা জানি একজন খেলোয়াড়ের জন্য সেটা কতটা কঠিন, এবং ওরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। মাত্র এই ক'দিনের ওপর ওদের সবকিছু নির্ভর করে।'
ক্রিকেট, ফুটবল ভারতে জনপ্রিয়। সেই তুলনায় অনেক পিছিয়ে শুটিং বা অন্যান্য খেলাগুলো। সুতরাং, এই জায়গায় পৌঁছতে প্রচুর লড়াই করতে হয় ক্রীড়াবিদদের। তাই এই সাফল্যকে যোগ্য সম্মান দিতে ভুললেন না ভারতের বিশ্বকাপজয়ী কোচ। দ্রাবিড় আরও বলেন, 'আমি বুঝতে পারি ওদের জীবনে কতটা চাপ। কারণ ওদের খেলোয়াড় জীবনের এটাই শৃঙ্গ। এর থেকে বড় কিছু হতে পারে না। সেটা করতে পারার কৃতিত্ব দিতেই হবে। ভারতের খেলাধুলোর জন্য একটি বিশেষ দিন। মনুর গল্প অনুপ্রেরণা দায়ক।' রবিবার একটুর জন্য রূপো হাতছাড়া করেন ভারতীয় শুটার। ২২১.৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন মনু। অলিম্পিকে ক্রিকেটের যোগদান নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিতে প্যারিসে আছেন রাহুল দ্রাবিড়। সেখানেই ভারতীয় শুটারকে দরাজ সার্টিফিকেট দেন বিশ্বকাপজয়ী কোচ।
ক্রিকেট, ফুটবল ভারতে জনপ্রিয়। সেই তুলনায় অনেক পিছিয়ে শুটিং বা অন্যান্য খেলাগুলো। সুতরাং, এই জায়গায় পৌঁছতে প্রচুর লড়াই করতে হয় ক্রীড়াবিদদের। তাই এই সাফল্যকে যোগ্য সম্মান দিতে ভুললেন না ভারতের বিশ্বকাপজয়ী কোচ। দ্রাবিড় আরও বলেন, 'আমি বুঝতে পারি ওদের জীবনে কতটা চাপ। কারণ ওদের খেলোয়াড় জীবনের এটাই শৃঙ্গ। এর থেকে বড় কিছু হতে পারে না। সেটা করতে পারার কৃতিত্ব দিতেই হবে। ভারতের খেলাধুলোর জন্য একটি বিশেষ দিন। মনুর গল্প অনুপ্রেরণা দায়ক।' রবিবার একটুর জন্য রূপো হাতছাড়া করেন ভারতীয় শুটার। ২২১.৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন মনু। অলিম্পিকে ক্রিকেটের যোগদান নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিতে প্যারিসে আছেন রাহুল দ্রাবিড়। সেখানেই ভারতীয় শুটারকে দরাজ সার্টিফিকেট দেন বিশ্বকাপজয়ী কোচ।
