আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার নামে ওয়াংখেড়েতে স্ট্যান্ড হয়েছে। শুক্রবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই প্রসঙ্গে এবার মজাদার মন্তব্য করলেন রাহুল দ্রাবিড়। তাঁর নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিতের। তাঁর কোচিংয়ে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। একটি ভিডিও বার্তা পোস্ট করেন দ্রাবিড়। যাতে সম্মানের পাশাপাশি রয়েছে মশকরাও। সেই ভিডিও পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। ভিডিওতে দ্রাবিড় বলেন, 'হাই রোহিত। তুমি স্ট্যান্ডে এত বেশি ছক্কা মেরেছো, বাধ্য হয়ে তোমার নামে একটা স্ট্যান্ড করতে হল। ওয়াংখেড়ে স্টেডিয়াম বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম। আমি নিশ্চিত, তরুণ ক্রিকেটার হিসেবে তুমি সেখানে কয়েকটা ভাল ইনিংস খেলতে চেয়েছিলে। যা তুমি করেছো। আমি জানি না স্টেডিয়ামে তোমার নামে স্ট্যান্ড হওয়া তোমার স্বপ্ন ছিল কিনা। তবে সেটা হয়েছে। এটা মুম্বই এবং ভারতীয় ক্রিকেটে তোমার অবদানের পুরস্কার।' এখানেই থামেননি দ্রাবিড়। মজার ছলে আরও বলেন, 'মুম্বইয়ে যদি কোনওদিন টিকিটের সমস্যায় পড়ি, আর যখন তোমার নামে স্ট্যান্ড আছে, আমি জানি কার সঙ্গে যোগাযোগ করতে হবে।' এক কিংবদন্তির যোগ্য সম্মান আরেক কিংবদন্তিকে।
মুম্বইয়ের ভূমিপুত্রকে সম্মান জানায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে স্ট্যান্ডের উদ্বোধন হয়। রোহিতের বাবা, মায়ের হাতে স্ট্যান্ড উদ্বোধন করা হয়। হিটম্যানের নাম স্টেডিয়ামে ভেসে উঠতেই আবেগ ধরে রাখতে পারেননি ঋতিকা সচদে। রোহিতের স্ত্রীর চোখ ভিজে যায় জলে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দিভেচা প্যাভিলিয়ন লেভেল থ্রি রোহিতের নামে নামকরণ হয়। স্ট্যান্ডে সেই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন ঋতিকা।
