আজকাল ওয়েবডেস্ক: সুগঠিত চেহারা। অকুতোভয়। কারও মতে তিনি 'র মেটেরিয়াল'। সেই মার্তণ্ড রায়না এবার জয়পুর ছেড়ে আসছেন কলকাতায়। তাঁর পিঠে উঠবে লাল-হলুদ জার্সি। আই লিগ থেকে উত্তরণ হবে আইএসএলের ক্লাবে। 

মার্তণ্ডকে হাতের তালুর মতো চেনেন ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার সন্দীপ নন্দীও। আশিয়ান জয়ী সন্দীপও তো রাজস্থান ইুনাইটেডের গোলকিপিং কোচ ছিলেন গতবার। সেই সূত্রেই তিনি দেখেছেন মার্তণ্ডকে। আজকাল ডট ইন-কে জাতীয় দলের প্রাক্তন গোলকিপার বলছেন, ''লম্বা চওড়া চেহারা। ভয়ডর নেই। ইস্টবেঙ্গলে এলে ও লাভবানই হবে। খুব ভাল ডিফেন্ডার। গোল করার দক্ষতা রয়েছে। অনেকটা অর্ণব মণ্ডলের মতো খেলার ধরণ।'' ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অর্ণব ডিফেন্স আগলাতেন দক্ষতার সঙ্গে। আবার গোল করার সহজাত দক্ষতাও ছিল। শিলিগুড়িতে অনুষ্ঠিত ফেডারেশন কাপ ফাইনালে অর্ণবের গোলে সমতা ফিরিয়েছিল মর্গ্যানের ইস্টবেঙ্গল। সেবার ডেম্পাকে হারিয়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ ব্রিগেড।  

আই লিগে রাজস্থান ইউনাইটেডের হয়ে ২১টি ম্যাচ খেলেছেন মার্তণ্ড। ৪টি গোল করেছেন। আই লিগে যে ক'জন ডিফেন্ডার নজর কেড়েছেন, মার্তণ্ড তাঁদের মধ্যে অন্যতম। বেশ কয়েকটা ক্লাবের প্রস্তাব ছিল মার্তণ্ডের কাছে। তিনি বেছে নেন কলকাতার ক্লাবকে। শোনা  যাচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে মার্তণ্ডকে আনা হচ্ছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। 

বহুযুদ্ধের সৈনিক সন্দীপ বলছেন, ''অস্কার ব্রুজোঁর মতো কোচের হাতে পড়লে মার্তণ্ড আরও দক্ষ হয়ে উঠবে। এই ধরনের ছেলেদের দিকেই নজর দেওয়া উচিত। এরাই তো ভবিষ্যৎ।'' 

এতদিন রাজস্থানের রক্ষণ সামলেছেন দীর্ঘ চেহারার ডিফেন্ডার। এবার ইস্টবেঙ্গলের রক্ষণ আগলাবেন তিনি। মনে করাবেন অগ্রজ অর্ণবকে।