আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে গোটা ভারত ঘোরের মধ্যে রয়েছে। এর মধ্যেই বোমা ফাটালেন প্রাক্তন দিল্লি ও রঞ্জি কোচ সরণদীপ সিং। 

লাল বলের ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর কোনও ইঙ্গিতই তিনি দেননি। ইংল্যান্ড সফরের জন্য তিনি তৈরি হচ্ছিলেন। বিরাটের টেস্ট থেকে অবসর গ্রহণের পরে সরণদীপ সিং বলেন, ''সরে যাওয়ার কথা একদমই চিন্তাভাবনা করেনি। লাল বলের ফরম্যাটে খেলতে এসেছিল রঞ্জি ট্রফিতে।

টেস্ট থেকে সরে যাওয়ার চিন্তাভাবনা একেবারেই ছিল না। সেই সময়ে ইংল্যান্ড সিরিজের কথা বলত। ইংল্যান্ড সফরের টেস্ট ম্যাচগুলোর কথা বলত। বিরাট যে ইংল্যান্ডে গিয়ে খেলবে, তা একপ্রকার স্থিরই ছিল।'' 

আসন্ন ইংল্যান্ড সফরে একাধিক সেঞ্চুরি করার পরিকল্পনাও করে রেখেছিলেন কোহলি। সরণদীপ বলছেন, ''এতদিনে ও পুরোদস্তুর তৈরি হয়ে যেত। বলেছিল অনেকগুলো সেঞ্চুরি করবে। ২০১৮ সালে ঠিক যেমনটা করেছিল। রঞ্জি ট্রফি যখন খেলতে এসেছিল তখন ঘুণাক্ষরেও বোঝা যায়নি কোহলি টেস্ট থেকে সরে দাঁড়াবেন।'' 

 

?ref_src=twsrc%5Etfw">May 12, 2025

ইংল্যান্ড সফর শুরু হওয়ার আগেই নক্ষত্রপতন হয়ে গেল ভারতীয় ক্রিকেটের। প্রথমে রোহিত শর্মা, পরে বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের আগেই কিন্তু ভারত 'টু ডাউন' হয়ে গিয়েছে। 

রোহিত ও কোহলি সরে যাওয়ায় ভারতের ব্যাটিং লাইন আপ দুর্বল হয়ে পড়ে। এ কথা বলাই বাহুল্য। সরণদীপ বলছেন, ''আমরা ভেবেছিলাম ইংল্যান্ড সফরে ওকে দেখতে পাব। দলের অন্যতম সিনিয়র প্লেয়ার। ইংল্যান্ড সফর অত্যন্ত কঠিন। ওকে ছাড়া ভারতীয় দল কীভাবে পরিস্থিতি সামাল দেবে ওখানে, সেটা নিয়েই আমি চিন্তিত।'' 

৩০ জানুয়ারি শুরু হয়েছিল রঞ্জি ট্রফি। কিন্তু এই ক' মাসে হঠাৎ কী হয়ে গেল যে কোহলি টেস্ট থেকে সরে দাঁড়ালেন? 

শোনা যাচ্ছে ড্রেসিং রুমের পরিবেশ ঠিক ছিল না। অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল। প্রথমে রবিচন্দ্রন অশ্বিন, পরে রোহিত শর্মা। তার পরে কে? কার উপরে কোপ পড়বে কেউ জানেন না! এসব বিচার করেই কি কোহলি সরে গেলেন টেস্ট ফরম্যাট থেকে? কোহলির টেস্ট থেকে অবসর কিন্তু রীতিমতো রহস্য তৈরি করে গেল।