আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফি শুরুর দিনক্ষণ জানা গেল। ২০২৫-২৬ মরশুম ১৫ অক্টোবর থেকে শুরু হতে পারে রঞ্জি ট্রফি। দলীপ ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হবে। জোনাল ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। বিসিসিআইয়ের ছেলে এবং মেয়েদের জুনিয়র টুর্নামেন্টগুলো ৯ অক্টোবর থেকে শুরু হতে পারে। গতবছর ১১ অক্টোবর থেকে রঞ্জি ট্রফি শুরু হয়েছিল। আগের বারের মতো এবারও দুই পর্বে হবে রঞ্জি ট্রফি।
অক্টোবর এবং নভেম্বরে প্রথম পাঁচটা ম্যাচ হবে। তারপর ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট হবে। ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফি হবে জানুয়ারিতে। দ্বিতীয় পর্বের রঞ্জি ট্রফি, অর্থাৎ শেষ দুটো লিগ ম্যাচ এবং নকআউট পর্ব আবার জানুয়ারি মাসের শেষে শুরু হবে। গতবার থেকে এই ফরম্যাট চালু হয়েছে। এবারও সেটাই হবে। গতবছর ফাইনালে কেরলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিদর্ভ।
