আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা ভাল হয়নি ভারতের। হেডিংলিতে হোঁচট খেয়েছে শুভমান গিলের ভারত। 

দ্বিতীয় টেস্টের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। জশপ্রীত বুমরাহকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তিনি কি আদৌ খেলবেন দ্বিতীয় টেস্টে? 

হেডিংলিতে একমাত্র বুমরাহ ছাড়া আর কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দ্বিতীয় টেস্টের আগে শোনা যাচ্ছে রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়া হতে পারে। যদিও এবিষয়ে সরকারি ভাবে কোনও তথ্য দেওয়া হয়নি। 

ভারতের নেটে পাঞ্জাব কিংসের স্পিন অলরাউন্ডার হরপ্রীত ব্রারকে বোলিং করতে দেখা গিয়েছে। ভারতীয় দলের সদস্য তিনি নন। ভারতের কিটও তিনি পরেননি। এর থেকে বোঝাই যায় তাঁকে নেট বোলার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। 

হরপ্রীত ব্রারের বোলিং স্টাইল দেখে মনে হচ্ছে বার্মিংহামের স্পিন ফ্রেন্ডলি পিচে হরপ্রীত ব্রারের মতো একজন স্পিনারকে ব্যবহার করতে চাইছে ভারত। বিশেষজ্ঞরা অবশ্য কুলদীপ যাদবকে দলে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। শেষ পর্যন্ত গৌতম গম্ভীর কী করেন সেটাই দেখার।