আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলে এবার ডাহা ফেল ২৩ কোটি ৭৫ লাখের বেঙ্কটেশ আইয়ার। বহু আশা নিয়ে মেগা নিলামে তাঁকে কিনেছিল কেকেআর ফ্রাঞ্চাইজি। কিন্তু প্রত্যাশাপূরণে তিনি ব্যর্থ। এই বেঙ্কটেশকেই আবার কিনতে চেয়েছিল আরসিবি। চ্যাম্পিয়ন হওয়ায় পর বিষয়টি খোলসা করেছেন দলের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।


এটা ঘটনা মেগা নিলামে বেঙ্কটেশকে নিয়ে জোর লড়াই চলছিল আরসিবির। 


এটা ঘটনা কেকেআরের হয়ে এবার ১১ ম্যাচে মাত্র ১৪২ রান করেছিলেন বেঙ্কটেশ। ফ্লাওয়ার বলেছেন, ‘‌আমরা বেঙ্কটেশকে নেওয়ার জন্য মরিয়া ছিলাম। চেয়েছিলাম দলে শক্তিশালী কোনও ভারতীয় ক্রিকেটার থাকুক। টপ অর্ডারে একজন বাঁহাতি দরকার ছিল। তাই বেঙ্কটেশের জন্য অনেকদূর গিয়েছিলাম। কিন্তু তাঁকে দলে নিতে পারিনি। তবে মনে হয় আমাদের হয়ে খেললে বেঙ্কটেশের এবারের আইপিএলটা দারুণ যেত।’‌ 


জিম্বাবোয়ের অন্যতম সেরা ক্রিকেটারের কোচিং কেরিয়ারে এটাই সবচেয়ে বড় মুকুট। আইপিএল ট্রফি জয়। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে কাজ করেও সাফল্য পেয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। কাজ করেছেন পিএসএলেও। তবে অন্যতম সেরা সাফল্য অবশ্যই আইপিএল ট্রফি জয়। সবচেয়ে দীর্ঘ খরা কাটিয়ে প্রথমবার আরসিবিকে কোচ হিসেবে আইপিএল ট্রফি জেতালেন ফ্লাওয়ার।