আজকাল ওয়েবডেস্ক: লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান কমল। সেল্টা ভিগোকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল। 

লা লিগা জেতার দৌড়ে বার্সা এখনও এগিয়ে। ৩৪ ম্যাচে বার্সার সংগ্রহ ৭৯ পয়েন্ট। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে রিয়ালের ঝুলিতে ৭৫ পয়েন্ট। 

অর্থাৎ বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্টের পার্থক্য এখন ৪। রিয়াল পিছিয়ে থাকলেও রবিবারের এল ক্লাসিকো জিতে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে চাইছেন রিয়ালের কোচ কার্লো অ্যানচেলোত্তি। রবিবার চলতি মরশুমের চতুর্থ এল ক্লাসিকো। বার্সা জিতলে খেতাব জয়ের আরও কাছে চলে যাবেন লামিনে ইয়ামালরা। রিয়াল জিতলে বার্সার সঙ্গে পয়েন্টের পার্থক্য তখন হবে এক। 

অ্যানচেলোত্তি বলেছেন, ''এল ক্লাসিকোয় জিততে হবে। এই এল ক্লাসিকো নির্ধারক সেটা বলছি না। তবে এই এল ক্লাসিকোর উপরে অনেক কিছু নির্ভর করছে। লিগের দৌড়ে এগিয়ে বার্সেলোনা। আমরা ওদেরকে হারালেও এক পয়েন্টে পিছিয়ে থাকব।'' 

পিছিয়ে থাকলেও লিগ খেতাব ধরে রাখার আশা রাখছেন রিয়ালের ইতালীয় কোচ। অ্যানচেলোত্তি বলছেন, ''বার্সেলোনার মাঠে খেলা। সেই ম্যাচ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।'' 
আগের এল ক্লাসিকোগুলোয় জিতেছে বার্সেলোনা। লা লিগার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রিয়াল কি এল ক্লাসিকো জিতে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে পারবে?