আজকাল ওয়েবডেস্ক: রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি জয়ের উদযাপন শুধু বাংলার লাল-হলুদ সমর্থকদের মধ্যেই সীমিত থাকেনি। দেশের বিভিন্ন প্রান্তে এমনকী বিদেশে ছড়িয়ে থাকা ইস্টবেঙ্গল সমর্থকরা মেতে উঠেছেন ডার্বি জয় উদযাপনে।

রবিবারের বড় ম্যাচে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারায় মোহনবাগানকে। সেই সঙ্গে ডুরান্ডের সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গিয়েছে। বুধবার ডুরান্ড কাপের সেমিফাইনালে অস্কার ব্রজোঁর ইস্টবেঙ্গলের সামনে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার। 

আরও পড়ুন: আকিবকে পাল্টা দিলেন কেদার, বলেই দিলেন ‘‌এই ভারতীয় দল যেকোনও জায়গায় পাকিস্তানকে হারাবে’‌...

বাংলা থেকে দূরে থেকেও একসঙ্গে খেলা দেখার স্বাদ নেওয়া  বা চলতি কথায় স্ক্রিনিং এর আয়োজন করেছিল 'প্রবাসে ইস্টবেঙ্গল' নামে এই বহুল আলোচিত ফ্যান ক্লাব। বেঙ্গালুরু, হায়দরাবাদ,  পুণে, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি এমনকী সুদূর লন্ডনেও এই ফ্যান ক্লাবের দৌলতে একসঙ্গে খেলা দেখেছেন নানা প্রান্তে ছড়িয়ে থাকা আপামর ইস্টবেঙ্গল জনতা। এর মধ্যে শুধু বেঙ্গালুরুর স্ক্রিনিং এই খেলা দেখেছে প্রায় একশ ইস্টবেঙ্গল সমর্থক। এ ছাড়াও বাকি শহরগুলো একই ভাবে তেতে উঠেছে ডার্বির উত্তাপে। 


রুদ্ধশ্বাস ম্যাচ যখন চলছে, তখন আলপিন পড়ার শব্দ যেমন পাওয়া যাচ্ছিল এই জমায়েত গুলোর মধ্যে, ঠিক তেমনই গোল হওয়া এবং ইস্টবেঙ্গলের জয়ের সঙ্গে সঙ্গে যুবভারতীর মতো গর্জনে গর্জে ওঠেন সমর্থকরা। শহর থেকে অনেক দূরে থেকেও বাংলার ফুটবলের পতাকা এইভাবে বহন করার গুরুদায়িত্ব ভীষণভাবে উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, ২০১৭ সালে বেঙ্গালুরুতে শুরু হওয়া এই ফ্যান ক্লাব দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের সকল প্রবাসী ইস্টবেঙ্গল সমর্থকদের এক ছাতার তলায় এনে পৃথিবীর প্রতিটি প্রান্তে উড়িয়ে চলেছে লাল-হলুদ পতাকা। 

বুধবার সেমি-যুদ্ধ জিতে ফাইনালের পাসপোর্ট জোগাড় করতে চান অস্কার। শনিবার ডুরান্ড কাপের ফাইনাল। সেদিন স্ক্রিনিং-এর আয়োজন থাকবে। সেমিফাইনালেও স্ক্রিনিংয়ের আয়োজন করার চেষ্টা চলছে। 

আরও পড়ুন: এশিয়া কাপের দলে শুভমান গিল, নেতা সূর্য, ১৫ জনের দলে জায়গা পেলেন কারা?