আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। স্বতপ্রণোদিত মামলা চলবে দেশের শীর্ষ আদালতে। পাশাপাশি, নির্যাতিতার পরিবারের মামলা শুনতে পারবে কলকাতা হাইকোর্ট। শুনানি হবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আরজি করের ঘটনায় নতুন করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। তার পরিপ্রেক্ষিতেই সোমবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়, নির্যাতিতার পরিবারের মামলা শুনবে কলকাতা হাইকোর্ট।
অন্যদিকে, আগামী ১৩ মে সুপ্রিম কোর্টে স্বতপ্রণোদিত মামলার পরবর্তী শুনানি। আরজি করের ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করেন নির্যাতিতার মা-বাবা। কিন্তু হাইকোর্টের তরফে বলা হয়, যেহেতু মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সে কারণে হাইকোর্টে শুনানি হতে গেলে আগে শীর্ষ আদালতের অনুমতি প্রয়োজন। প্রসঙ্গত, ১৮ জানুয়ারি শিয়ালদা আদালত ঘোষণা করে, আর জি কর কাণ্ডে একমাত্র দোষী সঞ্জয় রায়ই। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(ধর্ষণ), ৬৬(ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩(১) (খুন) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তারপরেও তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরে এদিন শীর্ষ আদালত নয়া সিদ্ধান্ত জানাল।
