আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁয়ে ফেললেন রিচা ঘোষ। মাত্র ১৮ বলে ৫০ রানে পৌঁছে যান বাংলার ক্রিকেটার। শেষপর্যন্ত ২১ বলে ৫৪ রান করেন রিচা। বিধ্বংসী ইনিংসে ছিল ৫টি ছয় এবং ৩টি চার। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং অস্ট্রেলিয়ার ফোবে লিচফিল্ডের রেকর্ড ছুঁয়ে ফেললেন শিলিগুড়ির মেয়ে। ব্যাট হাতে দুরন্ত স্মৃতি মান্ধানাও। ৭৭ রান করেন ভারতের সহ অধিনায়ক। এই দু'জনের ব্যাটে ভর করে বৃহস্পতিবার সিরিজ নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২১৭ রান তোলে ভারতের মেয়েরা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এটাই ভারতের সর্বোচ্চ রান। এর আগে বছরের শুরুতে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করেছিল ভারত।
চলতি বছর টি-২০ তে সবচেয়ে বেশি রান স্মৃতির। ২৩ ম্যাচে ভারতীয় ওপেনারের রান ৭৬৩। সিরিজে পরপর তিনটি অর্ধশতরান, বছরের অষ্টম। সর্বোচ্চ রানের তালিকায় শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে ছাপিয়ে যান হরমনপ্রীত কৌরের ডেপুটি। এদিন ওভার প্রতি ১০ রান তোলে ভারত। উইকেটের চারদিকে দাপটের সঙ্গে খেলেন মান্ধানা। পাওয়ার প্লেতে বিধ্বংসী মেজাজে পাওয়া যায় তাঁকে। শুরুটা মন্থর হলেও, ৩৯ রান করেন জেমাইমা রডরিগেজ। জুটিতে ৯৮ রান করে স্মৃতি-জেমাইমা। অভিষেক ম্যাচে নজর কাড়েন রাঘভি বিশট। ২২ বলে ৩১ রান করেন। ৪৭ বলে ৭৭ রান করে আউট হন স্মৃতি। ইনিংসে ছিল ১৩টি চার, একটি ছয়। চলতি সিরিজে তাঁর সর্বোচ্চ রান। দীপ্তি শর্মার আগে রিচা ঘোষকে নামানো হয়। আরও একবার নিজেকে প্রমাণ করলেন ২১ বছরের বাংলার মেয়ে। ম্যাচের সেরা রিচা ঘোষ। সিরিজের শেষ টি-২০ ম্যাচ ৬০ রানে জেতে ভারত। নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ২৯ রানে ৪ উইকেট নেন রাধা যাদব।
