আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছর আগে আজকের দিনেই, অর্থাৎ ২০০৭ সালের ২৩ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এক নবীন, শিশুসুলভ মুখের তরুণ রোহিত শর্মা। সেই তরুণ আজ ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। দু’বার আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা ওপেনার। রোহিত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন—‘Forever grateful, 23.06.07’। যা তাঁর ক্রিকেট যাত্রার প্রতি ভালোবাসার নিদর্শন।

রোহিতের অধিনায়কত্বে ভারত ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একই বছর ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেও সেবার ট্রফি অধরাই থেকে গিয়েছিল। তবে রোহিত সেই আক্ষেপ ঘোচান ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। যা ভারতকে ১৩ বছরের আইসিসি ট্রফি-খরা থেকে মুক্তি দেয়। ২০২৪ সালে ১৫০টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হন রোহিত। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি ফর্ম্যাটটি থেকে অবসর নেন। ১৫৯ ম্যাচ খেলে টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ৪,২২১ রান করেছেন তিনি।

 

 

তাঁর স্ট্রাইক রেট: ১৪০+, সেঞ্চুরি রয়েছে পাঁচটি। একদিনের ক্রিকেটে ২৬৪ রানের ইনিংস খেলেছেন রোহিত। যা এখনও কেউ টপকাতে পারেননি। বিশ্ব ক্রিকেটে তিনিই একমাত্র ব্যাটার, যাঁর তিনটি ওডিআই ডাবল সেঞ্চুরি রয়েছে। শান্ত, স্থির, কিন্তু ভেতরে আগুন জ্বলা এক ক্রিকেটারের নাম রোহিত শর্মা। যিনি ‘হিটম্যান’ নামে পরিচিত, তাঁর ব্যাটিং যেমন বিধ্বংসী, তেমনই নেতৃত্বে তিনি ঠাণ্ডা মাথার কৌশলী যোদ্ধা। ১৮ বছরের ক্রিকেট যাত্রা আজ শুধু রেকর্ডের কথা বলে না, বলে এক সোনালি অধ্যায়ের—যেখানে একজন ব্যাটসম্যান দেশের গর্ব, এক অধিনায়ক ভবিষ্যতের দিশারি।