আজকাল ওয়েবডেস্ক: প্যারিসে অলিম্পিক শুরুর আগেই অশান্তি। এক রাশিয়ান যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে অলিম্পিকের সময় অশান্তি পাকানোর পরিকল্পনা ছিল ওই যুবকের। জানা গেছে ধৃত যুবকের বয়স ৪০। অলিম্পিক চলাকালীন অশান্তি তৈরি করার পরিকল্পনা ছিল তার। প্যারিসে কী ধরনের সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে, সেই খবর কিছু সংগঠনের কাছে তিনি পাচার করছিলেন বলে জানা গিয়েছে। বাইরের কোনও শক্তির সাহায্যে প্রতিযোগিতা চলাকালীন অশান্তি পাকানোর পরিকল্পনা করেছিলেন ওই যুবক। 
প্যারিসের পুলিশ গোপন সূত্রে ওই রাশিয়ান যুবকের যাবতীয় পরিকল্পনার কথা জানতে পেরেছিল। ওই যুবক একটি হোটেলে ধাঁটি গেড়েছিলেন। ওই হোটেল থেকে যুবককে গ্রেপ্তারের পাশাপাশি ঘর থেকে অলিম্পিকের সুরক্ষা সংক্রান্ত বহু নথি উদ্ধার করেছে পুলিশ। তবে ধৃত যুবকের নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে এটুকু জানানো হয়েছে ধৃত কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নন।
প্যারিস অলিম্পিক শুরুর আগেই এখনও পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ৪৩৬০ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে প্রয়োজনীয় নথি ছিল না। তাদের মধ্যে ৮৮০ জনের সঙ্গে বিদেশি কোনও শক্তির যোগ রয়েছে বলে সন্দেহ ছিল পুলিশের। এদের জিজ্ঞাসাবাদ করেই রাশিয়ান যুবকের খোঁজ পায় পুলিশ।
প্যারিসের পুলিশ গোপন সূত্রে ওই রাশিয়ান যুবকের যাবতীয় পরিকল্পনার কথা জানতে পেরেছিল। ওই যুবক একটি হোটেলে ধাঁটি গেড়েছিলেন। ওই হোটেল থেকে যুবককে গ্রেপ্তারের পাশাপাশি ঘর থেকে অলিম্পিকের সুরক্ষা সংক্রান্ত বহু নথি উদ্ধার করেছে পুলিশ। তবে ধৃত যুবকের নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে এটুকু জানানো হয়েছে ধৃত কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নন।
প্যারিস অলিম্পিক শুরুর আগেই এখনও পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ৪৩৬০ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে প্রয়োজনীয় নথি ছিল না। তাদের মধ্যে ৮৮০ জনের সঙ্গে বিদেশি কোনও শক্তির যোগ রয়েছে বলে সন্দেহ ছিল পুলিশের। এদের জিজ্ঞাসাবাদ করেই রাশিয়ান যুবকের খোঁজ পায় পুলিশ।
