আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির পর বোর্ডের জারি করা নির্দেশিকা নিয়ে মতবিরোধ চলছেই। পরিবার সংক্রান্ত যে নিয়ম জারি করেছে বিসিসিআই, সেই নিয়ে খুশি নয় বিরাট কোহলি সহ অনেকেই। এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম। বর্তমান নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের সফরে ১৫ দিনের বেশি থাকতে পারবে না পরিবার। ছোট সফরে ক্রিকেটারদের পরিবার সাতদিন থাকতে পারবে। মূলত ক্রিকেটে ফোকাস করার জন্য এই নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। পরিবারের উপস্থিতি জরুরি মেনে নিলেও, একটি ভারসাম্য বজায় রাখার কথা জানান প্রাক্তন জাতীয় নির্বাচক।
সাবা করিম বলেন, 'সব প্লেয়ারের আলাদা মাইন্ডসেট থাকে। বিসিসিআই এমন কিছু নিয়ম করেছে যা বহু বছর ধরে চলে আসছে। মাঝে সেগুলো মানা হত না। আমার মনে হয়, প্লেয়ার এবং বিসিসিআইয়ের একটা মধ্যস্থতায় আসা উচিত। প্লেয়ারদের পরিবারের সঙ্গে থাকা জরুরি। আশা করছি একটা ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।' বিদেশ সফরে পরিবারের থাকার উপকারিতার কথা জানান বিরাট কোহলি। তিনি বলেছিলেন, 'আমার মনে হয় লোকে এর গুরুত্ব বোঝে না। আমার ভেবে খারাপ লাগে যে যাদের কিছু করণীয় নেই, তাঁদের নিয়েই এত আলোচনা হয় এবং তাঁদের দূরে রাখার পরিকল্পনা করা হয়।' কোহলির সঙ্গে একমত না হলেও একটা ভারসাম্য চান সাবা করিম।
