আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজ থেকে দুরন্ত ফর্মে আছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবার শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ হাসিম আমলা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটের পরবর্তী তারকা শুভমন গিল। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যতের তারকা হিসেবে আরও দু'জনের নাম করেন আমলা। তাঁরা হলেন ঋষভ পন্থ এবং রায়ান রিকেলটন। ২৫ বছর বয়সে একদিনের ক্রিকেট দু'বার আইসিসির ব্যাটারদের তালিকায় একনম্বর স্থান অর্জন করেন গিল। এর আগে ২০২৩ সালে প্রথমবার একনম্বর স্থান দখল করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচেই রান পান তরুণ ভারতীয় ওপেনার। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন। পাকিস্তান ম্যাচে ৪৬ রান করে আউট হন। তারপরই ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা হিসেবে তাঁর নাম বেছে নেন প্রাক্তন প্রোটিয়া। আমলা বলেন, 'ভারতের জন্য শুভমন গিল আছে। ঋষভ পন্থও বেশ কিছুদিন ধরে খেলছে। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন রয়েছে। সম্প্রতি ও ভাল খেলছে। প্রত্যেক দেশের এমন ২-৩ জন ক্রিকেটার রয়েছে যারা পরের প্রজন্মের তারকা হতে চলেছে। আমার মতে, সেটাই স্বাভাবিক। প্রতি পাঁচ বছর অন্তর আন্তর্জাতিক ক্রিকেটে একজন তরুণ ক্রিকেটার উঠে আসে। সেই আন্তর্জাতিক মঞ্চে পরের প্রজন্মকে প্রতিনিধিত্ব করে। গিল অসাধারণ প্লেয়ার। একদিনের ক্রিকেটে শুরুটা অসাধারণ করেছে। টপ অর্ডারে ভারতের সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। ওপেনিংয়ে ও এবং রোহিত শর্মা ভয়ঙ্কর জুটি। তারপর তিনে বিরাট কোহলি।'

প্রাক্তন প্রোটিয়া তারকা মনে করেন, পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দেবে। বিশেষ করে স্পিন বোলিংয়ের ক্ষেত্রে। এই প্রসঙ্গে  আমলা বলেন, 'দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা প্রস্তুতির সুযোগ পেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান সফর ওদের সাহায্য করবে। ওরাও অনেক সাফল্য পেয়েছে। স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলে ক্লাসেন। ডেভিড মিলার ভাল ফিনিশার। মার্করামও রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাফল্যে মিডল অর্ডার বড় ভূমিকা নিয়েছে।' আমলা মনে করছেন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে।