আজকাল ওয়েবডেস্ক: টেক্সাস সুপার কিংস অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস লিখলেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে অষ্টম সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার তারকা। ২০৫ নম্বর ম্যাচে অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব গড়লেন ডু প্লেসিস।
এর আগে পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল ক্লিঙ্গার যৌথভাবে এই রেকর্ড গড়েছিলেন। অধিনায়ক হিসেবে বাবর আজম ১৪৪টি ম্যাচে সাতটি সেঞ্চুরি করেছিলেন। ক্লিঙ্গার ১২০টি ম্যাচে সমসংখ্যক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
ডু প্লেসিস ৫৩ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন। তাঁর ইনিংসে সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি ও ন'টি ছক্কা।
তাঁর সেঞ্চুরির সৌজন্যে টেক্সাস সুপার কিংস ৪ উইকেটে ২২৩ রান করে। মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ককে তারা হারায় ৩৯ রানে।
চল্লিশে পা দেওয়ার পরে দুটো সেঞ্চুরি করেন ডু প্লেসিস। এই নিরিখে বিচার করলে তিনিই প্রথম ক্রিকেটার।
18 years of being a cricket legend ???? pic.twitter.com/kZppTtWGpX
— Cognizant Major League Cricket (@MLCricket)Tweet by @MLCricket
পাকিস্তানের জুবের আহমেদ , আফগানিস্তানের ইমরান জানাত, গ্রেম হিক এবং ইংল্যান্ডের পল কলিংউড চল্লিশ অতিক্রম করার পরে একটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন।
মেজর লিগ ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক এখন ডু প্লেসিস। চলতি মরশুমে এটা দ্বিতীয় সেঞ্চুরি প্রোটিয়া ব্যাটারের। চলতি মাসের গোড়ার দিকে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ৫১ বলে ১০০ রান করেছিলেন ডু প্লেসিস। মেজর লিগ ক্রিকেটে ২২ ইনিংসে ৭৮৩ রান করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা।
