আজকাল ওয়েবডেস্ক: ম্যানচেস্টারে ইংল্যান্ডের স্ট্র্যাটেজি নিয়েই প্রশ্ন তুলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড। ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিন টেনশনের আবহ তৈরি হয়েছিল শেষ এক ঘণ্টায়।
বেন স্টোকস আচম্বিতে এসে ম্যাচ শেষ করার জন্য অনুরোধ করেন ভারতের দুই ব্যাটারের কাছে।
যদিও রবীন্দ্র জাদেজা ও ওয়াশিয়ংটন সুন্দর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে কর্ণপাত করেননি। আর তাতেই ইংল্যান্ডের ক্রিকেটাররা ক্ষেপে যান। স্টোকস জিজ্ঞাসা করেন, ''সেঞ্চুরি করতে কত সময় লাগবে?''
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে শেষদিকে ঠিক কী হয়েছিল? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই ফাঁস সত্য
স্টোকস বল তুলে দেন হ্যারি ব্রুকের হাতে। ব্রড বলেন, ''হ্যারি ব্রুক বল করল। একদম নোংরা ভাবে বোলিং করল। অফস্পিন বোলিং করল। বিব্রতকর মুহূর্ত ছিল।''
ডান হাতি মিডিয়াম পেসার। সে বল করল অফ স্পিন। হ্যারি ব্রুক যে অফ স্পিন বোলিং করেন, তা জানাই ছিল না স্টুয়ার্ট ব্রডের। তিনি বলছেন, ''ডান হাতি মিডিয়াম পেসার। সে বল করছে অফ স্পিন। ওর অ্যাকশন দেখে মনে হয়েছে পুওরম্যানস ড্যান লরেন্স। ভারতীয় ব্যাটাররা যাতে দ্রুত সেঞ্চুরি করে ম্যাচ শেষ করে, সেই চেষ্টাই করছিল।''

ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিনে নাটকীয়তার অভাব ছিল না। কে বলে, ড্র হতে চলা টেস্ট ম্যাচে নাটক হয় না, কে বলে টেস্ট ম্যাচের উত্তেজনা কমে গিয়েছে। ম্যাঞ্চেস্টারে ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের পঞ্চম দিনের তৃতীয় সেশনে দফায় দফায় চলল নাটক। ম্যাচে প্রথম চারদিনে কী হল না হল সেই সবকিছুকে ছাপিয়ে গেল পঞ্চম দিনের তৃতীয় সেশনের কয়েক মিনিটের ঘটনা। এদিন দ্বিতীয় সেশন থেকে অনবদ্য লড়াই লড়লেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ডের একের পর এক স্পিন বোলিং, জোফ্রা আর্চার এবং বেন স্টোকসের বাউন্সার সব সামলে দলকে নিয়ে গেলেন নিরাপদ জায়গায়। তারপর একপ্রকার ছেলেখেলা করলেন ইংল্যান্ড বোলারদের নিয়ে। অবশেষে ড্র হল টেস্ট ম্যাচ। তৃতীয় সেশনে তখন জাদেজা এবং ওয়াশিংটন ব্যাট করছেন আশির ঘরে। সেই পরিস্থিতিতে হঠাৎ এগিয়ে এলেন বেন স্টোকস। বল তুলে দেন হ্যারি ব্রুকের হাতে। অন্যদিক থেকে বল করছিলেন জো রুট।
দুই ব্যাটম্যান সেঞ্চুরি পূর্ণ করেন। তার পরই খেলা শেষ হয়ে যায়। স্টোকসের খেলা শেষ করার প্রচেষ্টা সমালোচিত হয়। সুনীল গাভাসকরের মতো প্রাক্তন তারকা ভারতের প্রশংসা করার পাশাপাশি ইংল্যান্ডকে ধুয়ে দিলেন।

সুনীল গাভাসকর ভারতীয় দলের লড়াইয়ের প্রশংসা করেন। লিটল মাস্টার বলেন, ''এই দলটা যা করেছে, তার জন্য আমি গর্বিত। মাত্র ৪ উইকেট হারিয়েছে এটার কথা বলতে হবে। ভাল পিচ, পাটা পিচ, পিচের চরিত্র যাই হোক না কেন, চাপের মুখে টিকে থাকা বড় ব্যাপার।''
ভারতীয় ব্যাটারদের লড়াই ইংরেজদের হতাশ করেছে। অধিনায়ক বেন স্টোকস বল তুলে দেন হ্যারি ব্রুকের হাতে। তাঁর বলেই ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। পরে ব্রুক যখন হ্যান্ডশেক করতে যান, তখন ওয়াশিংটন সুন্দর সেই অনুরোধ নস্যাৎ করেন।
ভারতের দুই ব্যাটারকে কটাক্ষ করতে থাকেন ইংল্যান্ডের ফিল্ডাররা। গাভাসকর পালটা দেন। ইংল্যান্ডের ট্যাকটিক্সের সমালোচনা করে সানি বলেন, ''প্রেস কনাফারেন্সে আমি থাকলে জিজ্ঞাসা করতাম, তোমরা ৩১১ রানের লিড নিলে কেন? ২৪০ বা ২৫০-এর লিডের পরে ছেড়ে দিলে না কেন? স্টোকস সেঞ্চুরি করার পরেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করলে না কেন? কেন তোমার বোলারদের আরও এক ঘণ্টা সময় দিলে না উইকেট নেওয়ার জন্য।'' শুভমান গিল হলে কি এই প্রশ্ন করতেন? গাভাসকর বলছেন, ''আমি জানি গিল এসব বলবে না। ও খুব ভাল ছেলে। ও সুনীল গাভাসকরের মতো নয়। এই এসজি একটু অন্য ধরনের। এই এসজি সাংবাদিক বৈঠকে একশো শতাংশ এই প্রশ্ন জিজ্ঞাসা করবে।''
