আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের এএফসি এশিয়া কাপের পাসপোর্ট জোগাড় করল ভারত। এদিন থাইল্যান্ডকে ১-২ গোলে হারালেন ভারতের মেয়েরা।
২০২৬ সালের এশিয়া কাপ হবে অস্ট্রেলিয়ায়। এদিন সঙ্গীতার জোড়া গোলে ভারত গ্রুপে শীর্ষস্থান দখল করল। থাইল্যান্ডকে প্রথম বার হারাল ভারত। ফিফার ক্রমতালিকায় থাইল্যান্ড ভারতের থেকে ২৪ ধাপ উপরে।
খেলার ২৯ মিনিটে সঙ্গীতা গোল করে এগিয়ে দেন ভারতকে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় থাইল্যান্ড। খেলায় যখন তুল্যমূল্য লড়াই চলছে ঠিক তখনই সঙ্গীতার দ্বিতীয় গোল। সেই গোল আর শোধ করতে পারেনি থাইল্যান্ড।
???????????? #???????????????????????????????????????????????????? ???????????? ???????????????????????????? ???????? ????????????????????????????????????! ????????✈️????????#WAC2026, HERE WE COME! ????????#IndianFootball ⚽️ pic.twitter.com/zCdgfe56Ft
— Indian Football Team (@IndianFootball)Tweet by @IndianFootball
যোগ্যতা অর্জন করে এই প্রথমবার ভারতের মেয়েরা এশিয়ান কাপের ছাড়পত্র জোগাড় করল। ২০০৩ সালে ভারত শেষ বার অংশ নিয়েছিল এশিয়া কাপে। ২০২২ সালে ভারত আযোজক দেশ ছিল। কিন্তু কোভিডের জন্য নাম তুলে নিতে বাধ্য হয়।
