আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ এবং জো রুট-এদের এতদিন 'ফ্যাব ফোর' অ্যাখ্যা দেওয়া হত। সব ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স চারজনেরই। সবাই এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তবে আর বেশিদিন দেখা যাবে না এই ফ্যাব ফোরকে। কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছেন তাঁরা। সবারই তিরিশের কোটায় বয়স। ইতিমধ্যেই টেস্ট এবং টি-২০ থেকে অবসর নিয়েছেন কোহলি। একদিনের ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন স্মিথ। পরবর্তী 'ফ্যাব ফোর' কারা হবে সেই নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এর উত্তর খুঁজলেন কেন উইলিয়ামসন। 

'ফ্যাব ফোর'এর‌ অঙ্গ তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, 'সব ফরম্যাট মিলিয়ে পরবর্তী চার সেরা প্লেয়ার কারা হতে পারে?' নিজের পছন্দের চারজনকে বেছে নেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাঁদের মধ্যে একটি বা দুটি নাম হয়ত অবাক করবে। উইলিয়ামসন বলেন, 'সমস্ত ফরম্যাট বিচার করলে যাদের কথা মাথায় আসে, তাঁরা হলেন যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, রচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক। তালিকায় রয়েছে ক্যামেরুন গ্রিনও। সবাই দারুণ প্লেয়ার। সব ফরম্যাটে সফল হয়েছে। সবাই তরুণ এবং ক্রমশ উন্নতি করছে।' সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ড্যারেল কালিনান 'ফ্যাব ফোর' এর মধ্যে বিরাট কোহলিকে সেরা বাছেন। কারণ প্রত্যেক ফরম্যাটে বাড়তি দায়িত্ব নিয়ে খেলেন ভারতীয় তারকা। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কালিনান বলেন, 'সব ফরম্যাটে ফ্যাব ফোরের মধ্যে শীর্ষে থাকবে বিরাট কোহলি। সবাই টেস্ট ক্রিকেটে সফল। কিন্তু বিরাট সব ফরম্যাটেই বাড়তি দায়িত্ব নিয়ে খেলেছে। অধিনায়কত্ব থেকে শুরু করে ব্যাটিং। গোটা ভারতের প্রত্যাশা থাকত ওর ওপর।' বাকি তিনজনের কৃতিত্ব ছোট না করলেও, সার্বিকভাবে কোহলিকে এগিয়ে রাখলেন প্রাক্তন প্রোটিয়া তারকা।