আজকাল ওয়েবডেস্ক: তিন ঘণ্টার ম্যারাথন শুনানি। তারপরও মামলার রায় জানানো হল না। শেষমেষ ভিনেশ ফোগাতকে রুপো দেওয়া হবে কিনা সেটা জানা যাবে ক্লোজিং সেরেমনির আগে। ভারতীয় কুস্তিগিরের ভাগ্য নির্ভর করছে একমাত্র আরবিট্রেটর ড. অ্যানাবেল বেনেটের হাতে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এখনও রুপো পাওয়ার বিষয়ে আশাবাদী। তাঁদের একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'একমাত্র আরবিট্রেটরের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই এই মামলার রায় জানানো হবে। তারপর বিস্তারিতভাবে কারণ জানিয়ে বাকিটা জানানো হবে।' 
১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে অংশ নিতে দেওয়া হয়নি। অলিম্পিক থেকে বাতিল করে দেওয়া হয়। তারপর ভারতীয় অলিম্পিক সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন জানানো হয়। যা খারিজ হয়ে যায়। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হন ভিনেশ। দুটো আবেদন জানান। প্রথমত, তাঁকে ফাইনালে অংশ নিতে দেওয়ার অনুরোধ জানান। যা মঞ্জুর করা হয়নি। কিন্তু যৌথভাবে রুপো দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে সেটা জানতে অলিম্পিকের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে অংশ নিতে দেওয়া হয়নি। অলিম্পিক থেকে বাতিল করে দেওয়া হয়। তারপর ভারতীয় অলিম্পিক সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন জানানো হয়। যা খারিজ হয়ে যায়। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হন ভিনেশ। দুটো আবেদন জানান। প্রথমত, তাঁকে ফাইনালে অংশ নিতে দেওয়ার অনুরোধ জানান। যা মঞ্জুর করা হয়নি। কিন্তু যৌথভাবে রুপো দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে সেটা জানতে অলিম্পিকের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
