আজকাল ওয়েবডেস্ক: তুরস্কের সোনাজয়ী ইউসুফ দাইকেচকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে নির্বিকার লুকের জন্য নজর কেড়েছেন মধ্যবয়সী এই শুটার। কোনও লেন্স, ইয়ার প্লাগ ছাড়া তাঁর ক্যাজুয়াল ধরন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবার নিজের দেশে ইলন মাস্ককে আমন্ত্রণ জানিয়ে বসলেন তুরস্কের সোনাজয়ী। নিজের এক্স হ্যান্ডেলে মাস্ককে ইস্তানবুলে আসতে অনুরোধ জানান ইউসুফ। তিনি লেখেন, 'হাই ইলন, তোমার কি মনে হয় ভবিষ্যতের রোবটরা পকেটে হাত দিয়ে অলিম্পিকে পদক জিততে পারবে? এই বিষয়টা ইস্তানবুলে বসে আলোচনা করলে কেমন হয়?' নিজের শুটিংয়ের একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই বার্তা পোস্ট করেন অলিম্পিকের ভাইরাল শুটার। 
তাঁর এই বার্তা বৃথা যায়নি। উত্তর পান ইউসুফ। ইলন মাস্ক লেখেন, 'রোবটরা প্রতিবার বুলসআইয়ের মাঝে মারবে।' নিজের আরও একটি পোস্টে মাস্ক লেখেন, 'আমি ইস্তানবুলে যাওয়ার বিষয়ে আগ্রহী। বিশ্বের অন্যতম সেরা শহরগুলোর মধ্যে অন্যতম।' তাঁদের এই কথোপকথনও ভাইরাল হয়ে গিয়েছে। ছয় মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী ইতিমধ্যেই দেখে নিয়েছে। একজন লেখেন, 'রোবটদের যদি পকেট থাকত।' আরেকজন লেখেন, 'রোবট অলিম্পিকস।' প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন ইউসুফ। কিন্তু এবারই প্রথম পদক পেলেন। ২০০১ সাল থেকে পেশাদার শুটিং শুরু করেন। অতি স্বাভাবিক এবং সাধারণভাবে অলিম্পিকের শুটিং রেঞ্জে নেমে বর্তমানে ইন্টারনেট সেনসেশন ইউসুফ।
তাঁর এই বার্তা বৃথা যায়নি। উত্তর পান ইউসুফ। ইলন মাস্ক লেখেন, 'রোবটরা প্রতিবার বুলসআইয়ের মাঝে মারবে।' নিজের আরও একটি পোস্টে মাস্ক লেখেন, 'আমি ইস্তানবুলে যাওয়ার বিষয়ে আগ্রহী। বিশ্বের অন্যতম সেরা শহরগুলোর মধ্যে অন্যতম।' তাঁদের এই কথোপকথনও ভাইরাল হয়ে গিয়েছে। ছয় মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী ইতিমধ্যেই দেখে নিয়েছে। একজন লেখেন, 'রোবটদের যদি পকেট থাকত।' আরেকজন লেখেন, 'রোবট অলিম্পিকস।' প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন ইউসুফ। কিন্তু এবারই প্রথম পদক পেলেন। ২০০১ সাল থেকে পেশাদার শুটিং শুরু করেন। অতি স্বাভাবিক এবং সাধারণভাবে অলিম্পিকের শুটিং রেঞ্জে নেমে বর্তমানে ইন্টারনেট সেনসেশন ইউসুফ।
