আজকাল ওয়েবডেস্ক: টোকিও অলিম্পিকে পদক জয়ের পর প্যারিসেও পদকের আশা জাগাচ্ছে ভারত। পেনাল্টি শুট আউটে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে চলে গিয়েছে হরমনপ্রীতরা। পদক থেকে আর মাত্র একধাপ দূরে। তবে এই ম্যাচকে কেন্দ্র করে উঠল মারাত্মক অভিযোগ। হকি ইন্ডিয়ার অভিযোগ, ভারতকে হারাতে দুর্নীতির আশ্রয় নেয় গ্রেট ব্রিটেন। এই ঘটনায় তোলপাড় হকি সার্কিট। গ্রেট ব্রিটেনের গোলকিপারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। টাইব্রেকারের সময় ভিডিও ট্যাব ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ট্যাবের মাধ্যমে নাকি স্ট্র্যাটেজি নির্ধারণ করেন গ্রেট ব্রিটেনের গোলকিপার। এছাড়াও প্রশ্ন উঠেছে গ্রেট ব্রিটেনের কোচের বিরুদ্ধেও। শুট আউট চলাকালীন গোলপোস্টের পেছন থেকে গোলকিপারকে নানান পরামর্শ দিচ্ছিলেন তিনি। যা নিয়ম বিরুদ্ধ। 
গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে পাশাপাশি আম্পায়ারিং নিয়ে খুশি নয় হকি ইন্ডিয়া। অমিত রোহিদাসকে লালকার্ড দেখানো নিয়ে সরব হকি ইন্ডিয়া। গ্রেট ব্রিটেনের গোলকিপার এবং কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পাশাপাশি, আম্পায়ারিং নিয়েও অভিযোগ জানিয়েছে সর্বভারতীয় হকি সংস্থা। গ্রুপ পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারায় ভারত। তারপর গ্রেট ব্রিটেনকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে হরমনপ্রীতরা।পদকের দোরগোড়ায় ভারত। এই অবস্থায় আম্পায়ারিংয়ের জন্য পদক হাতছাড়া করতে চায় বা হকি ইন্ডিয়া। সেই কারণেই আগে থেকে নড়েচড়ে বসেছে সর্বভারতীয় হকি সংস্থা।
গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে পাশাপাশি আম্পায়ারিং নিয়ে খুশি নয় হকি ইন্ডিয়া। অমিত রোহিদাসকে লালকার্ড দেখানো নিয়ে সরব হকি ইন্ডিয়া। গ্রেট ব্রিটেনের গোলকিপার এবং কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পাশাপাশি, আম্পায়ারিং নিয়েও অভিযোগ জানিয়েছে সর্বভারতীয় হকি সংস্থা। গ্রুপ পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারায় ভারত। তারপর গ্রেট ব্রিটেনকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে হরমনপ্রীতরা।পদকের দোরগোড়ায় ভারত। এই অবস্থায় আম্পায়ারিংয়ের জন্য পদক হাতছাড়া করতে চায় বা হকি ইন্ডিয়া। সেই কারণেই আগে থেকে নড়েচড়ে বসেছে সর্বভারতীয় হকি সংস্থা।
