আজকাল ওয়েবডেস্ক: লা লিগার শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। শনিবার মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় পেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পিছনে ফেলে দিল লস ব্লাঙ্কোসরা। দলের তারকা ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করে চেনা ছন্দে ফেরেন। আর শেষ দিকে কিলিয়ান এমবাপে গোল করে জয় নিশ্চিত করেন। এটা ছিল মাদ্রিদের চলতি লিগের সপ্তম জয়, যা তাদের পয়েন্ট তালিকায় দুই পয়েন্টে এগিয়ে দিল। অপরদিকে, ১০ জনে শেষ করা ভিয়ারিয়াল ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য রইলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মাদ্রিদের হয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস।
বাঁদিক দিয়ে ঢুকে তার নেওয়া শট ভিয়ারিয়ালের সান্তি কোমেসানার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢোকে। এরপর নিজেরই অর্জিত পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান তারকা। তবে সমতা কমাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভিয়ারিয়ালের। জর্জ মিকাউতাদজে দ্রুতই এক দুর্দান্ত গ্রাউন্ডার শটে ব্যবধান কমান। কিন্তু দলের প্রত্যাবর্তনের আশা শেষ হয়ে যায় যখন সান্তিয়াগো মোরিনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ভিয়ারিয়াল দশ জন হয়ে যাওয়ার পর রিয়াল আরও চনমনে হয়ে ওঠে।
৮০ মিনিটে ব্রাহিম ডিয়াজের পাস থেকে কাউন্টার অ্যাটাকে এমবাপে গোল করে ব্যবধান ৩-১ করেন, নিশ্চিত করেন দলের জয়। প্রথমার্ধে অবশ্য দুই দলেরই লড়াই ছিল একেবারে সমানে সমানে। দুই দলেরই সুযোগ তৈরি হয়েছিল সীমিত সংখ্যক। ২০ মিনিটের পর থেকে রিয়াল ধীরে ধীরে চাপ বাড়ায়। অরিলিয়েন চুয়ামেনির হেড অল্পের জন্য বাইরে যায়, আর এমবাপে প্রায় ভুলের সুযোগে গোল পেতে বসেছিলেন। ভিয়ারিয়ালের পক্ষে সেরা সুযোগটি পান টানি ওলুওয়াসেই, তবে থিবো কোর্তোয়া দারুণ সেভ করে দলকে রক্ষা করেন। ম্যাচ শেষে রিয়াল ম্যানেজার জাবি আলোনসো ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হন।
তিনি বলেন, ‘শুধু গোল নয়, ওর মনোভাবটা দারুণ ছিল। ও প্রায় হ্যাটট্রিক করে ফেলেছিল। সবচেয়ে ভালো লেগেছে, ও মাঠে খুশি ছিল’। দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট আলোনসো বলেন, ‘এটা ছিল কঠিন ও ধৈর্যের পরীক্ষা নেওয়া ম্যাচ। আমরা মনোযোগ ধরে রেখেছি এবং সুযোগগুলো কাজে লাগিয়েছি’। এই জয়ের ফলে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে বার্সেলোনা, যাদের সেভিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে রবিবার। অন্যদিকে, ১৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আপাতত তৃতীয় স্থানে।
