আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির অবস্থা মোটেও আশাব্যঞ্জক নয়। এক দিন আগেই জানা গিয়েছিল কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। গত শনিবার ঠাণের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কাম্বলি। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন চিকিৎসক বিবেক দ্বিবেদী। আকৃতি হাসপাতালে চিকিৎসাধীন কাম্বলি।
৫২ বছরের প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ কাম্বলি। চিকিৎসক জানিয়েছেন, ‘শনিবার সন্ধেয় উনি ভর্তি হয়েছেন। মাসল ক্রাম্পস ছিল। সঙ্গে তীব্র জ্বর। হাঁটায় ছিল সমস্যা। পরীক্ষায় জানতে পারি মূত্রে ইনফেকশন রয়েছে। তাছাড়া সোডিয়াম–পটাশিয়াম সমস্যাও রয়েছে। পরীক্ষায় জানতে পারি মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এখন উনি আইসিইউতে ভর্তি। পরিস্থিতি স্থিতিশীল হলে শুরু হবে ফিজিওথেরাপি। আমরা ২–৩ দিনের মধ্যে কাম্বলিকে ছেড়ে দিতে পারি। আপাত ভাবে মস্তিষ্কে অতটা সমস্যা দেখছি না।’ যদিও শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর কাম্বলি জানান যে তিনি ভাল আছেন। এবার চিকিৎসক দিলেন আপডেট।
প্রসঙ্গত, দেশের হয়ে সাড়া জাগিয়ে খেলা শুরু করেছিলেন কাম্বলি। কিন্তু বেশি দূর এগোতে পারেননি। বিতর্ক তাঁকে বারবার আটকে দিয়েছে। এখন দেখার জীবনের এই সংগ্রামে তিনি কীভাবে জেগে ওঠেন।
